পিয়ালি আচার্য,
নদীয়ার শান্তিপুরের চৌধুরী পাড়ায় চোলাই মদের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ৭ জনের। ১৬ জনকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নদীয়ার শান্তিপুর সার্কেলের এই ঘটনায় দুঃখপ্রকাশ করলেন রাজ্যের আবগারি মন্ত্রী অমিত মিত্র।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, নদীয়ার শান্তিপুর সার্কেলের অফিসার ইনচার্জকে সাসপেন্ড করা হলো। এছাড়া এর আগেও যিনি অফিসার ইনচার্জ ছিলেন তাকেও সাসপেন্ড করা হয়েছে। রানাঘাট রেঞ্জের ডেপুটি এক্সাইজ কমিশনারকেও গ্রেফতার করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে ৮ জন কনস্টেবলকেও। মন্ত্রী অমিত বাবু জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই গ্রেফতার প্রক্রিয়া। অপরাধ করলে সরকার যে কাউকে রেয়াত করবেনা, সেই বার্তা আরও স্পষ্ট হলো।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অমিতবাবু বলেন, বিভিন্ন রাজ্য থেকে গোপনে লরি বা অন্য কোনও উপায়ে ট্যাক্স না দিয়ে চোলাই মদ এ রাজ্যে ঢোকার কথা তাদের কানে এসেছে। এর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এ বিষয়ে সিআইডি তদন্ত হবে। এছাড়া নিহতদের প্রিবারকে ২লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। নদীয়ার ডিএম ও এক্সাইজ কমিশনার নিহতদের পরিবারের হাতে এই টাকা তুলে দিচ্ছেন।
এছাড়াও মন্ত্রী আরও কী কী বললেন শুনুন-
Be the first to comment