শান্তিপুরে তৃণমূলের বিক্ষোভ, পিছু হঠলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার

Spread the love

 পঞ্চায়েতে অনাস্থা ভোটকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড নদিয়ার শান্তিপুর ব্লকের বেলগড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। ঘটনাস্থলে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার গেলে তাঁকে তাড়া করার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। নিরাপত্তারক্ষীরা কোনওরকমে তাঁকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান বলে দাবি।

জানা গিয়েছে, শান্তিপুর থানার বেলগড়িয়া গ্রাম পঞ্চায়েতের অনাস্থা ভোটের আবেদন করে BJP। সেইমতো প্রশাসনের তরফে বুধবার বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অনাস্থা ভোট শুরু হয়। সকাল থেকে ঘটনাস্থলে উপস্থিত ছিল বিশাল পুলিশবাহিনী।

অভিযোগ, তৃণমূল কর্মীরা একে একে ঘটনাস্থলে জড়ো হন। পরে সেখানে আসেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি আসার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান তোলেন ও পুলিশের সামনেই তাঁকে তাড়া করেন বলে অভিযোগ। কোনওক্রমে নিরাপত্তারক্ষীরা সাংসদকে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে আসেন। ঘটনায় বিজেপির একাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। শান্তিপুরের টাউন বিজেপি সভাপতি বিপ্লব করও এই হামলায় আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।

হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, ‘পুলিশ প্রশাসন কার্যত শাসকদলের দল দাসে পরিণত হয়েছে।’ যদিও ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, সুষ্ঠুভাবে নির্বাচন চলছিল। কিন্তু, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই বিজেপি সাংসদ এসে পরিস্থিতি উত্ত্যক্ত করার চেষ্টা করেছে। শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের দাবি, জগন্নাথ সরকার আস্থাভোট চলাকালীন ওখানে আইন-শৃঙ্খলার অবনতি ঘটে।উত্তেজনার খবর পেয়েই ঘটনাস্থলে আসেন রানাঘাট SDPO প্রবীর মণ্ডল। ঘটনার জেরে উত্তপ্ত এলাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*