মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে সরকার গঠনের সিদ্ধান্ত অজিতের ব্যক্তিগতঃ শরদ পাওয়ার

Spread the love

এটা দলের সিদ্ধান্ত নয় ৷ মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে জোট করে সরকার গঠনের সিদ্ধান্ত অজিত পাওয়ারের ব্যক্তিগত ৷ টুইট করে একথা বললেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (NCP) সুপ্রিমো শরদ পাওয়ার ৷ শনিবার সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ আর উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন NCP নেতা অজিত পাওয়ার ৷ তারপরই প্রশ্ন ওঠে, মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে কি বিজেপির সঙ্গে হাত মেলালেন শরদ পাওয়ার ?

NCP সুপ্রিমো তারপরই টুইট করে জানিয়ে দেন, মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে জোট করে সরকার গঠনের সিদ্ধান্ত নেয়নি তাঁর দল NCP ৷ এই সিদ্ধান্ত অজিত পাওয়ারের ব্যক্তিগত ৷ অজিত পাওয়ারের এই সিদ্ধান্তকে তাঁরা সমর্থন করছেন না বলেও টুইটে স্পষ্ট করে দেন শরদ পাওয়ার ৷ একইসঙ্গে তিনি বলেন, ভাইপো অজিত পাওয়ারের এই সিদ্ধান্ত সম্পর্কে সকাল ৭টার সময় জানতে পেরেছেন ৷ তার আগে কিছুই জানতেন না তিনি।

শরদ পাওয়ারের এই টুইটের পর প্রশ্ন উঠছে, তাহলে NCP বিধায়করা কি এই সরকারকে সমর্থন করবে না? কতজন NCP বিধায়ক অজিত পাওয়ারের সঙ্গে সরকারের সমর্থনে রয়েছেন, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে ৷ ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় BJP জিতেছে ১০৫টি আসন ৷ শিবসেনার দখলে ৫৬টি আসন ৷ NCP-র রয়েছে ৫৪ জন বিধায়ক এবং কংগ্রেস পেয়েছে ৪৪টি আসন ৷ সরকার গড়তে প্রয়োজন ১৪৫ জন বিধায়কের সমর্থন ৷ সেক্ষেত্রে NCP-এর ৪০ জন বিধায়ক বিজেপিকে সমর্থন না করলে কী হবে, সেই প্রশ্ন উঠছে ৷ সাড়ে চারটের সময় NCP-র বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছেন শরদ পাওয়ার ৷ সূত্রের খবর, ১৫ জন NCP বিধায়ক অজিত পাওয়ারের সঙ্গে রয়েছেন ৷ বিজেপির দাবি, NCP-র ৫৪ জন বিধায়কের সমর্থনই রয়েছে অজিত পাওয়ারের সঙ্গে ৷


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*