করোনায় আক্রান্ত এনসিপি প্রধান শরদ পাওয়ার

Spread the love

করোনায় আক্রান্ত এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। সোমবার টুইট করে একথা জানান তিনি নিজেই। টুইটে তিনি লিখেছেন, ‘আমি করোনায় আক্রান্ত। কিন্তু, এই নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। আমি চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। বিগত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা করোনা পরীক্ষা করান এবং উপযুক্ত সতর্কতা অবলম্বন করুন। ‘

মহারাষ্ট্রের বর্ষীয়ান কংগ্রেস নেতা বালাসাহেব থোরাট তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন একটি টুইট করেন। তিনি লেখেন, ‘আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। গেট ওয়েল সুন।’উল্লেখ্য, গতকালই দেশের উপ-রাষ্ট্রপতির কোভিড রিপোর্ট পজিটিভ আসে। টুইট করে তিনি নিজেই এই কথা জানান। বেঙ্কাইয়া নাইডু জানান, রবিবার তাঁর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি হায়দরাবাদে রয়েছেন। সাত দিন আইসোলেশনে থাকার সিদ্ধান্তের কথাও জানান উপরাষ্ট্রপতি। সম্প্রতি তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককেই আইসোলেশনে থাকার ও করোনা পরীক্ষা করার পরামর্শ দেন উপ-রাষ্ট্রপতি।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ সামান্য কমলেও তিন লাখের নীচে নামেনি দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬ হাজার ৬৪ জন এবং মৃত্যু হয়েছে ৪৩৯ জন। এই সময়ে করোনামুক্ত হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৪৯৫ জন। বর্তমানে দেশে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৪৯ হাজার ৩৩৫। এদিকে গোটা বিশ্বে দাপট দেখাচ্ছে করোনাভাইরাসের নতুন ভ্য়ারিয়্যান্ট ওমিক্রন। এই পরিস্থিতিতে আশার আলো দেখাল WHO। WHO-এর ডিরেক্টর হানস ক্লুগ সম্প্রতি বলেন, ‘ওমিক্রন সংক্রমণ ছড়িয়েছে ইউরোপে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*