‘প্রেমপত্র পেয়েছি’, শিন্ডের শপথের পরেই আয়কর বিভাগের নোটিস পেয়ে মন্তব্য পওয়ারের!

Spread the love

উদ্ধব ঠাকরের সরকারকে বাঁচানোর জন্য ন’দিন ধরে ধারাবাহিক চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন তিনি। মহারাষ্ট্রে ক্ষমতার পালাবদলের কয়েক ঘণ্টার মধ্যেই সেই শরদ পওয়ারকে ‘নির্বাচনী হলফনামায় গরমিলের’ অভিযোগে নোটিস পাঠাল আয়কর দফতর।

কেন্দ্রীয় সংস্থার তরফে পাঠানো নোটিসের প্রাপ্তিস্বীকার করে পওয়ার সেটিকে ‘প্রেমপত্র’ বলেছেন। এ বিষয়ে ধারাবাহিক টুইট করেছেন তিনি। লিখেছেন, ‘২০০৪, ২০০৯, ২০১৪ এবং ২০২০ সালে দাখিল করা নির্বাচনী হলফনামার বিষয়ে আমি আয়কর দফতর থেকে একটি প্রেমপত্র পেয়েছি।’

সেই সঙ্গেই অন্য একটি টুইটে তাঁর মন্তব্য, ‘আমি ২০০৪ সালে লোকসভা ভোটে দাঁড়িয়েছিলাম। ২০০৯ সালেও। এর পরে আমি ২০১৪ সালে রাজ্যসভা নির্বাচনে দাঁড়িয়েছিলাম। ২০২০ সালেও রাজ্যসভা ভোটে লড়েছি। এখন এ সংক্রান্ত হলফনামার নোটিস এসেছে। সৌভাগ্যক্রমে আমার কাছে সমস্ত তথ্য রয়েছে।’

প্রসঙ্গত, উদ্ধব সরকারের সঙ্কটের মধ্যেই শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল আর এক কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সঞ্জয় ইডি-র কাছে হাজিরার জন্য সময় চেয়েছিলেন। শুক্রবার তিনি ইডি-র দফতরে যেতে পারেন বলে ইডি সূত্রের খবর। শরদ এবং সঞ্জয়ের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর সরকারের দুই সংস্থার এমন পদক্ষেপকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে চিহ্নিত করেছে বিরোধীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*