২ সপ্তাহে লাগাতার ২ বৈঠক, পিকে-পাওয়ারের ‘মিশন ২০২৪’

Spread the love

প্রশান্ত কিশোরকে ঘিরে জল্পনা যেন থামছেই না। কয়েকদিনের ব্যবধানে ফের NCP নেতা শরদ পাওয়ারের সঙ্গে পিকের সাক্ষাৎ ঘিরে জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে। ‘মিশন ২০২৪’ নিয়ে চর্চার আবহে পাওয়ারের সঙ্গে পিকের ফের বৈঠককে ঘিরে জোর চর্চা রাজনীতির ময়দানে। এর আগে, গত ১১ জুন মুম্বইয়ে শরদ পাওয়ারের মুম্বইয়ের বাসভবনে তাঁরা বৈঠক করেন। পিকে-পাওয়ারের দ্বিতীয় সাক্ষাৎ হল দিল্লিতে। সূত্রের খবর, দিল্লিতে আধঘণ্টার মতো বৈঠক হয় তাঁদের।

মিশন বাংলার পর তা হলে কি এ বার মিশন ২০২৪? ভোট-কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে NCP নেতা শরদ পাওয়ারের বৈঠক উস্কে দিচ্ছে এই জল্পনাই। মুম্বইয়ে শরদ পাওয়ারের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রশান্ত। প্রায় তিন ঘণ্টার লাঞ্চ-বৈঠকের পর সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি কেউই। এরপর ফের দিল্লিতে তাঁদের বৈঠকে জল্পনা আরও বেড়েছে ‘মিশন ২০২৪’ নিয়ে। পাশাপাশি শরদ পাওয়ারের টিমের জন্য পিকে কোনও দায়িত্ব নিচ্ছেন কিনা, সে নিয়েও জল্পনা চলছে।

উল্লেখ্য, ২০২৪-এ মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পাশাপাশি দেশের লোকসভা নির্বাচনও। জল্পনা দানা বাঁধছে, তবে কি মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি-কংগ্রেস শিবিরের হয়ে ঘুঁটি সাজাবেন প্রশান্ত? নাকি লোকসভা ভোটে বিরোধী জোট মজবুত করতে তাঁর পরামর্শ নেবেন প্রবীণ NCP নেতা? প্রশান্তের ঘনিষ্ঠ মহলের অবশ্য দাবি, এটা একেবারেই একটি থ্যাঙ্কসগিভিং ট্রিপ। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে মমতা বন্দ্যোপাধ্যায় ও এমকে স্ট্যালিনের বিপুল জয়ের পিছনে বড় ভূমিকা ছিল প্রশান্তের। তাই যে সব বিরোধী নেতারা মমতা ও স্ট্যালিনকে সমর্থন করেছিলেন, তাঁদের সকলের সঙ্গেই নাকি দেখা করে ধন্যবাদ জানাবেন প্রশান্ত। এদিকে, অ-কংগ্রেসি দলগুলোর সঙ্গে আগামীকাল বৈঠক করবেন শরদ পাওয়ার। যা ঘিরেও চর্চা তৈরি হয়েছে জাতীয় রাজনীতির আঙিনায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*