গ্রীষ্মকালীন বিয়ের সাজের কিছু টিপস

Spread the love

বিউটিসিয়ান – শর্মিলা সিং ফ্লোরা

বিয়ের দিনটা খুবই স্পেশাল তাই ঐ দিনের লুক্‌ টা একদম অন্যরকম হওয়া চাই। মেক-আপ তো হবেই তারও আগে চাই যাতে স্কিন আর হেয়ারটা হেলদি থাকে, নাহলে কিন্তু কোনো মেক-আপ এই ততোটা ফ্রেশ দেখাবে না। যেহেতু গরম তাই বিয়ের অন্তত ১৫দিন আগে একটা প্রি-ব্রাইডাল টেক কেয়ার করা খুবই জরুরী। সেক্ষেত্রে ফ্লোরা’জ এর গোল্ড ফেসওয়াস, সান্সক্রিন, টান ক্লিয়ার স্ক্রাব, ভেজ পিল মাস্ট। যাতে স্ক্রিন একদম টান ফ্রী থাকে। প্রতিদিন একটা করে মাস্ক্‌ যেমন ফ্লোরা’জ সিউইড ব্যবহার করা যেতে পারে।

এটা স্ক্রিন কে খুব ভালো হাইড্রেট রাখবে সাথে একটা লাইট ময়শ্চার রাতে যেমন ফ্লোরা’জ ফেস ময়শ্চার। আর অবশ্যই বিয়ের আগে দুবার অন্তত ফ্লোরা’জ পার্ল ফেসিয়াল করতে হবে যাতে সমস্ত টান প্যাচ চলে যায়। এভাবে যদি মেনে চলা যায় স্কিন অনেকটাই আয়ত্ত্বে থাকবে সাথে অবশ্যই বাড়িতে ফ্লোরা’জ শ্যাম্পু ও স্পা রোজ।

এবার আসা যাক মেক-আপ-এ…

যেহেতু গরম কাল মেক-আপ টা দেখে চুস্‌ করতে হবে স্কিন অনুযায়ী। খুব সোয়েটিং/ অয়েলি স্কিন হলে ম্যাট ফিনিস ও ওয়াটার বেস ফাউন্ডেশন দিয়ে শুরু করাই ভালো। তার আগে অবশ্যই ভালো কোনো ব্রান্ড-এর অয়েল কন্ট্রোল লোশন ও প্রাইমার অ্যাপ্লাই করে নিতে হবে। বেস্‌ টাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে তারপর বাকি মেক-আপ যেমন চোখ, ফেস্‌ কারেকশন্‌, লিপস্‌ এগুলোর দিকে যেতে হবে। আর মেক-আপটা স্টে করানোর জন্য অবশ্যই মেক-আপ-এর শেষে একটা ফিক্সিং স্প্রে দিতে হবে।  আর সাথে রাখতে হবে ফ্লোরা’জ রোস টোনার ও ডাম্প করা একটা স্পঞ্জ যেটা মাঝে মাঝে প্রেস করলে ফেস-এ মেক-আপ লঙ স্টে করে। অবশ্যই বিয়ের এক মাস আগে থেকে দিনে অন্তত ৪লিটার করে জল খাওয়া জরুরী। আর অবশ্যই বিয়ের কয়েকটি দিন আগে থেকে সমস্ত স্পাইসি খাবার বন্ধ করে লিকুইড বেস্‌ খাবার এর ওপর থাকলে বিয়ের দিন টায় স্কিন হেয়ার সব মিলিয়ে খুব সুন্দর দেখাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*