হরিয়ানার বাসের প্রথম মহিলা কনডাক্টর হিসেবে নিযুক্ত হলেন ‘শর্মিলা’; পড়ুন বিস্তারিত!

Spread the love
হরিয়ানার বাসের প্রথম মহিলা কনডাক্টর হিসেবে নিযুক্ত হলেন দুই কন্যাসন্তানের প্রতিবন্ধী মা, শর্মিলা। পরিবহণ বিভাগে নতুন কর্মী নিয়োগ করতে হবে, এই দাবিতে দীর্ঘদিন ধর্মঘটও করছিলেন কর্মচারীরা।
সূত্রের খবর, রেওয়ারি গ্রামের ৩২ বছরের তরুণী শর্মিলার স্বামীও কিছু করেন না। দু’টি মেয়ে রয়েছে তাঁদের। পরিবহণ দফতরে বাস-কনডাক্টরের পদ ফাঁকা দেখে আবেদন জানিয়েছিলেন শর্মিলা। দফতরের কর্মচারীরাও জোর দেন, শর্মিলাকে নিয়োগ করার ব্যাপারে।
অবশেষে বুধবার থেকে কাজে যোগ দিয়েছেন শর্মিলা। হরিয়ানায় এই প্রথম কোনও মহিলা কনডাক্টর হিসেবে কাজ করছেন বাসে। তা-ও আবার ৪০ শতাংশ শারীরিক অক্ষমতা নিয়ে। শর্মিলা জানিয়েছেন, তিন দিন হল কাজ করছেন, নতুন কাজ শিখতে খুবই ভাল লাগছে তাঁর। “সব চেয়ে ভাল লাগছে, মানুষ আমায় সম্মান করছেন। এই অবস্থাতেও যে আমি কাজটা করছি, এতে খুশি হচ্ছেন সকলে।”– বললেন তিনি।
শর্মিলার সঙ্গেই আরও এক জন মহিলা হরিয়ানার বাস কনডাকটর হিসেবে যোগ দিয়েছএন একই সঙ্গে। নির্মলা রানি নামের ওই তরুণী সিরসা-এল্লেনাবাদ রুটের বাসের কনডাকটর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*