তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে নোটিশ দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। জানা গিয়েছে, সারদা-কাণ্ডে আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁকে তলব করা হচ্ছে। আগামী ১২ জুলাই তাঁকে হাজিরা দিতে হবে। সারদা থেকে অভিনেত্রী শতাব্দীকে কত টাকা দেওয়া হয়েছিল? কেন ওই টাকা দেওয়া হয়েছিল? চুক্তির সব নথির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে।
১২ই জুলাই তাঁকে বেলা ১২টার মধ্যে ইডি’র সিজিও কমপ্লেক্সের দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, সারদার একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। ওই সংস্থার সঙ্গে তাঁর আর্থিক লেনদেন হয় বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। কী কারণে কোন চুক্তির ভিত্তিতে ওই আর্থিক লেনদেন হয়েছে তা জানতেই শতাব্দী রায়কে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।
Be the first to comment