সারদাকাণ্ডে ইডির নোটিসের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে গেলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়। আজ দুপুর ২টো ১৫মিনিটে সিজিও কমপ্লেক্সে আসেন শতাব্দী রায় ৷ ইডি আধিকারিকরা এদিন শতাব্দীকে টানা তিন ঘণ্টা জেরা করেন বলে খবর ৷ তবে ইডির দপ্তর থেকে বেরিয়ে শতাব্দী রায় বলেন, তদন্তকারী সংস্থার পক্ষ থেকে চাওয়া নথিপত্র সব জমা করেছি ৷ সেই নথি খতিয়ে দেখা হবে ৷ তদন্তের স্বার্থে আবার ডাকা হলে আসব ৷
উল্লেখ্য, কয়েকদিন আগেই সারদার টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছেন শতাব্দী। সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নেওয়া টাকা ফেরত দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে ইডিকে চিঠি লেখেন শতাব্দী। চিঠিতে বীরভূমের সাংসদ জানিয়েছিলেন, সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ৪২ লক্ষ টাকা নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু টিডিএস কেটে তিনি পেয়েছিলেন ২৯ লক্ষ টাকা। সেই ২৯ লক্ষ টাকাই ইডির হাতে শতাব্দী তুলে দিতে চান। সংসদে অধিবেশন শেষের পরই ইডি দফতরে গিয়ে সেই টাকা ফেরত দিতে চান বলে চিঠিতে জানিয়েছিলেন শতাব্দী। তবে এদিন ইডির জেরা শেষে তিনি বলেন, টাকা ফেরত দেওয়া নিয়ে এখনও কোনও কথা হয়নি ইডির সঙ্গে।
Be the first to comment