এবার শতাব্দী এক্সপ্রেসে খারাপ খাবার দেওয়ার অভিযোগ উঠলো; পড়ুন বিস্তারিত!

Spread the love
ফের দূরপাল্লার ট্রেনে খারাপ খাবার দেওয়ার অভিযোগ উঠল। এ বার শতাব্দী এক্সপ্রেস। আজ দুপুরের খাবারে পচা ফ্রায়েড রাইস ও চিকেন দেওয়া হয়েছে বলে অভিযোগ জানালেন ডাউন পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেসের যাত্রীরা।
যাত্রীদের অভিযোগ, সকালে পুরী থেকে ট্রেন ছাড়ার পর দুপুরে বালেশ্বরের কাছে তাঁদের দুপুরের খাবার দেওয়া হয়। খাবারের প্যাকেট খোল মাত্রই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। মেনুতে ছিল ফ্রায়েড রাইস ও চিকেন কারি। দুর্গন্ধে সেই খাবার চেখে দেখার আর কোনও চেষ্টাই করেননি প্রায় পাঁচশো যাত্রী। তাই অভুক্তই থাকতে হয় সবাইকে। সঙ্গে থাকা ছোটদের নিয়ে রীতিমতো বিড়ম্বনায় পড়েন। 
তাঁরা জানান, সঙ্গে সঙ্গেই টোল ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ জানানো হয়। তারই জেরে খড়্গপুর স্টেশনে ট্রেন থামতেই বিস্কুট ও কলা খেতে দেওয়া হয় তাঁদের। হাওড়া স্টেশনে নেমে বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।
ওই ট্রেনের দায়িত্বে থাকা আইআরসিটিসি ম্যানেজার ও কর্মীরা খারাপ খাবার পরিবেশনের কথা স্বীকার করে নিয়েছেন। তাঁদের বক্তব্য, ওড়িশাতে রেলরোকোর কারণে অনেক আগে খাবার তুলতে হয়েছিল। দীর্ঘক্ষণ প্যাকেটে থাকার ফলে ফ্রায়েড রাইস খারাপ হয়ে যায়। তবে চিকেন কারি ঠিকই ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*