নামেই মেড ইন ইন্ডিয়া বলছেন, আসলে সব কাজই হচ্ছে মেড ইন চায়নারঃ শত্রুঘ্ন সিনহা

Spread the love

কোনোমতেই সত্যের সঙ্গে আপস করতে রাজি নন তিনি। দল পদ কেড়ে নিলে কুছ পরোয়া নেহি। শনিবার তাই ব্রিগেডের সমাবেশ থেকে শত্রুঘ্ন সিনহা পরিবর্তনের ডাক দিলেন। পাশাপাশি এদিন ব্রিগেডে লাখো মানুষের জমায়েত দেখে অভিভূত হয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, এ আমার বোনের কামাল। এত বড়, ভালো সভা আগে কোথাও দেখিনি। বোনের ডাক পেয়ে তাই ছুটে এসেছি।

এরপরই বিজেপিকে একহাত নিয়ে তিনি বলেন, সংবিধান লঙ্ঘিত হচ্ছে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। নতুন দিশা দেখাতে হবে। নতুন নেতা খোঁজার জন্যই আমরা একত্রিত হয়েছি। একটাই কথা বলব, পরিবর্তন চাই। তবে এখানেই থেমে না থেকে শত্রুঘ্ন আরও বলেন, সত্যি কথা বলা যদি অপরাধ হয় তাহলে আমিও অপরাধী। সত্যের সঙ্গে আপস করতে আমি রাজি নই। দল থেকে বের করে দিলেও কিছু এসে যায় না। আমার কাছে দলের থেকে দেশ অনেক আগে। ভারতবাসীর প্রতি আবেগ আছে। তাঁদের জন্যই কাজ করতে চাই। 

তবে এদিনের বক্তব্যে নরেন্দ্র মোদীর নাম না করে তিনি বলেন, বাজপেয়িজির সময় গণতন্ত্র ছিল। আর এখন একনায়কতন্ত্র চলে। তাঁর বক্তব্যে উঠে আসে রাফাল প্রসঙ্গও। আর তখনই তিনি বলে ওঠেন ‘চৌকিদার চোর হে’। শত্রুঘ্ন বলেন, রাফাল নিয়ে আপনি দোষী বা নির্দোষ কিছুই বলব না। তবে, অনেক কিছু লুকোচ্ছেন। এত কিছু লুকোলে দেশবাসী তো বলবেই চৌকিদার চোর হে। কেন নতুন একটা কোম্পানিকে বরাত দেওয়া হল? ওরা তো কোনোদিনও সাইকেলের চাকা পর্যন্ত বানায়নি। তাহলে রাফালের বরাত কী করে পেল ? যতক্ষণ না এসব প্রশ্নের জবাব দিচ্ছেন, ততক্ষণ তো শুনতেই হবে চৌকিদার চোর। আসলে আপনি প্রতিশ্রুতি অনেক দিচ্ছেন। পারফরমেন্স নেই। নামেই মেড ইন ইন্ডিয়া বলছেন, আসলে সব কাজই হচ্ছে মেড ইন চায়নার।

শত্রুঘ্ন বলেন, প্রশ্ন করতে গেলেই অযোধ্যার কথা তুলে ধরা হচ্ছে। এ আবার কী ? নদী বানাতে না পারলে পুল বানিয়ে দেবেন নাকি? এদিন সভামঞ্চে দাঁড়িয়ে বিরোধী দলগুলিকে একজোট হওয়ার আবেদনও জানান শত্রুঘ্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*