বুথ পরিদর্শনে সস্ত্রীক তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা

Spread the love

আসানসোল লোকসভা উপনির্বাচনে বিভিন্ন বুথ পরিদর্শন করলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী পুনাম সিনহাও। মঙ্গলবার আসানসোলের বেশকিছু বুথে পরিদর্শন করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের কনভয় হামলার ঘটনা প্রসঙ্গে কোনও মন্তব্য করননি শত্রুঘ্ন।

এদিন উত্তপ্ত আসানসোলের বারবনি এলাকা। বারাবনির ২৪১ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ ওঠে। পরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা সেখানে গেলে পুলিস তাঁকে ঢুকতে বাধা দেয়। পুলিসের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন তিনি। বারাবনিতেই বিক্ষোভের মুখে পড়েন অগ্নিমিত্রা। ১৭৫ নম্বর বুথে অগ্নিমিত্রা গাড়ি ভাঙচুর করা হয়। বিজেপি প্রার্থীকে ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। পুলিসের সামনেই তৃণমূলের হামলা, দাবি করে বিজেপির। বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ ওঠে। অভিযোগের তির তৃণমূলের দিকে।

তবে তৃণমূলের বক্তব্য, ২০টি গাড়ির কনভয় নিয়ে ঘুরছেন অগ্নিমিত্রা। তাঁর সঙ্গে একজন সমাজবিরোধীও রয়েছেন। এইভাবে অগ্নিমিত্রা ভোটারদের প্রভাবিত করতে পারেন বলে দাবি করেছে তৃণমূল। রিটার্নিং অফিসারকে ঘটনাটি জানানো হয়েছে বলে জানিয়েছে ঘাসফুল শিবির।

আসানসোলকে আগেই স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সেইমতো বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তা সত্ত্বেও দিনভর অশান্তির আবহ এই লোকসভা কেন্দ্রে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*