হলিউডে নক্ষত্র পতন ৷ প্রয়াত বড় পরদার প্রথম জেমস বন্ড ৷ নিজের বাসভবনে ৯০ বছর বয়সে ঘুমের মধ্যেই প্রয়াত তারকা স্কটিশ অভিনেতা শন কেলেরি ৷ প্রথম বড় পরদায় জেমস বন্ড হিসেবে আর্বিভাব হন তিনি ৷ বন্ড সিরিজ়ের সাতটি ফিল্মে অভিনয় করেছেন তিনি ৷
সংবাদ সংস্থা BBC-কে তাঁর পুত্র জানান, বাহামাসে ঘুমের মধ্যেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ কয়েকদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন এই বিখ্যাত অভিনেতা ৷ জেমস বন্ডের প্রযোজক মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকোলি একটি বিবৃতি দিয়ে জানান, ‘‘ স্যার শন কোনারির মৃত্যুর খবরে আমরা হতবাক ৷ তিনি সর্বদা আসল জেমস বন্ড হিসেবে পরিচিত থাকবেন ৷ সিনেমার ইতিহাসে তাঁর অদম্য প্রবেশ শুরু হয়েছিল যখন তিনি এই অবিস্মরণীয় কথাগুলি বলেছিলেন – “দা নেম’স বন্ড … জেমস বন্ড” – তিনি সিক্রেট এজেন্টের চরিত্রে বিপ্লব এনেছিলেন । জেমস বন্ডের খ্যাতির জন্য তিনি সবার উপরে থাকবেন ৷ আমরা সবসময় তাঁর কাছে কৃতজ্ঞ থাকব ৷
এডিনবার্গের বস্তিতে জন্ম, শ্রমিকের কাজ করার জন্য পড়াশোনা ছেড়েছিলেন ৷ 17 বছর বয়সে রয়্যাল নেভিতে যোগদান করেন ৷ কিন্তু শারীরিক কারণে কয়েক বছরের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হয় ৷ এর পর আরও কিছু কাজ করার পর ১৯৫০ সালের মিস্টার ইউনিভার্সে অংশগ্রহণ করেন ৷
মডেল হিসেবে কাজ শুরু করার পর, অভিনেতা হিসেবে তাঁর প্রথম আত্মপ্রকাশ ঘটে BBC প্রোডাকশনের ফিল্মে ৷ এরপর ১৯৬২ সালে জেমস বন্ড সিরিজ়ের প্রথম ছবি ‘‘ডঃ নো’’-তে কাজ করেন ৷ তারপর থেকে আর পিছনে তাকাতে হয়নি এই প্রবাদপ্রতিম অভিনেতাকে ৷
Be the first to comment