শিনা বোরা এখন কাশ্মীরে, সিবিআইকে চিঠিতে জানালেন ইন্দ্রাণী

Spread the love

শিনা বোরা এখনও বেঁচে রয়েছেন ৷ হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সিবিআই-কে দেওয়া একটি চিঠিতে এমনটাই দাবি করেছে অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় ৷ চিঠিতে সে জানিয়েছে, সম্প্রতি জেলে ইন্দ্রাণীর সঙ্গে এক মহিলার আলাপ হয় ৷ সেই তাকে শিনা বোরার বেঁচে থাকার বিষয়টি জানায় ৷ কাশ্মীরে সেই মহিলার সঙ্গে শিনা বোরার দেখা হয়েছে ৷ তাই সিবিআই যেন কাশ্মীরে শিনা বোরাকে খুঁজে বের করে ৷

এছাড়া ইন্দ্রাণী স্পেশ্যাল সিবিআই আদালতে একটি আবেদন করেছে ৷ খুব শিগগিরি তার শুনানি হওয়ার কথা ৷ ২০১৫ সালে শিনা বোরা খুনের ঘটনায় গ্রেফতার হয় ইন্দ্রাণী মুখোপাধ্যায় ৷ সে এখন মুম্বইয়ের বাইকুলা জেলে ৷ গত মাসে বোম্বে হাইকোর্ট তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে ৷ তাই এবার আইনজীবী সানা খানের সাহায্যে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে অভিযুক্ত ৷

শিনা বোরা খুনের ঘটনা সামনে আসে ২০১৫ সালে ৷ ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের গাড়িচালক শ্যামভার রাইকে বন্দুক সমেত হাতেনাতে ধরে পুলিশ ৷ পুলিশি জেরায় সে জানায়, ২০১২ সালে শিনা বোরাকে হত্যা করেছে ইন্দ্রাণী ৷ শিনাকে নিজের বোন হিসেবে পরিচয় দিত ইন্দ্রাণী মুখোপাধ্যায়। এমনকি তার দ্বিতীয় স্বামী পিটার মুখোপাধ্যায়কেও এ কথাই জানিয়েছিল ৷

এরপর তদন্তে উঠে আসে, শিনা ইন্দ্রাণীর প্রথম বিয়ের দুই সন্তানের অন্যতম ৷ তদন্তকারীরা অভিযোগ করে, ইন্দ্রাণী শিনাকে মুম্বইয়ে বান্দ্রার বাড়িতে শ্বাসরোধ করে হত্যার পর কাছাকাছি রাইগড়ে নিয়ে যায় ৷ সেখানেই ফেলে রেখে আসে শিনার মৃতদেহ ৷ এমনকি তদন্তকারী সংস্থা এও দাবি করেছে যে, তারা শিনার মৃতদেহের অংশ পেয়েছে ৷ যদিও এই সব অভিযোগ অস্বীকার করেছে ইন্দ্রাণী ৷ ২০১২-এর পর থেকে শিনার খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*