২০১৪ এর ভুল ২০১৯-এ হবে না। উনিশের নির্বাচনে মহারাষ্ট্রই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেখানে একাই লড়বে শিবসেনা। আর নিজেদের ক্ষমতায় একাই সরকার গড়বে। পুরনো ভুলের কোনওভাবেই পুনারাবৃত্তি হবে না। জোট সঙ্গীদের সঙ্গে রীতিমতো অন্যায় করেছে বিজেপি। দলীয় মুখপত্র সামনায় স্পষ্ট বার্তা শিবসেনার। সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, দেশে কি জরুরিকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে? কাশ্মীরে সেনা কর্মীরা মারা যাচ্ছেন। আঁধি ঝড়ে শুধু দিল্লি নয় সারা দেশ বিপর্যস্ত। কিন্তু প্রধানমন্ত্রী দেশে থাকেন না। তাই দেখতে পান না।
আগামী দিনে দিল্লির সিংহাসন নির্ধারণেও ভূমিকা রাখবে শিবসেনা। ২০১৪ সালের বিজেপির বিপুল জয় ছিল রাজনৈতিক দুর্ঘটনা। সেটাও আর হবে না। প্রসঙ্গত, ২০১৪ সালে মহারাষ্ট্র বিধানসভা ভোটে ২৮৮ আসনে আলাদা লড়েছিল শিবসেনা, বিজেপি। বিজেপি জেতে ১২২টি আসনে। আর শিবসেনা ৬০টিতে। পরে জোট সরকার গঠন করে তাঁরা। যদিও সেসব দিন এখন অতীত। সম্প্রতি শরিকদের অভিমান ভাঙাতে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেন বিজেপি সভাপতি অমিত শাহ। তাতেও বরফ গলেনি
Be the first to comment