অংশুমান চক্রবর্তী
লেখা কি সত্যিই হারিয়ে যায়? মনে হয়না। হয়তো কিছুদিন আড়ালে থাকে। আবার একসময় পায় আলোর মুখ। যেমন বিভিন্ন পত্রপত্রিকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বেশ কিছু লেখা, যেগুলি দীর্ঘদিন মুখ লুকিয়ে ছিলো, তা এবার বন্দি হলো দুই মলাটের মধ্যে। সৌজন্যে পত্রভারতী।
মঙ্গলবার কলকাতার সাউথ সিটি মলের স্টারমার্কে দুই খন্ডে প্রকাশ পেলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘হারিয়ে যাওয়া লেখা’। প্রকাশক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানালেন, ‘রঞ্জন মুখোপাধ্যায়ই অসাধ্য সাধন করেছেন। তিনিই যত্ন করে আগলে রেখেছিলেন শীর্ষেন্দুদার হারিয়ে যাওয়া লেখাগুলি। নামকরণ করেছেন প্রচেত গুপ্ত। আজ দুই খন্ডে বইটি প্রকাশ করতে পেরে খুব ভালো লাগছে’।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমরেশ মজুমদার, অরিন্দম শীল, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, শ্রীজাত, সুধাংশুশেখর দে, চুমকি চট্টোপাধ্যায় প্রমুখ। অনেকদিনের অপেক্ষায় ছিলেন পাঠকরা। প্রকাশিত হওয়া মাত্রই বইটি সংগ্রহ করে প্রিয় কথা সাহিত্যিকের কাছে অটোগ্রাফের দাবি জানান তাঁরা। কাউকে ফেরাননি হাসিমুখের মানুষটি।
Be the first to comment