রাত পোহালেই মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। সেখানে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের সমস্ত বিধায়ক, সাংসদ এবং অন্যান্য জন প্রতিনিধিদের দলের তরফে হাজির থাকতে বলা হয়েছে। কিন্তু পায়ে চোট থাকায় কালকের সভায় যাচ্ছেন না পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সভাপতি তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী এমনটাই জানা গেছে এক সূত্র মারফত।
এই নিয়ে শুরু হয়েছে ঘোর জল্পনা। শুভেন্দুকে থাকার কথা আগেই জানানো হয়েছিল আলোচনার দিনই। কিন্তু সূত্রের খবর তারপরের দিনই সৌগতবাবুকে শুভেন্দু জানিয়েছিলেন ‘মাফ করবেন, একসাথে কাজ করা আর সম্ভব নয়’। দিব্যেন্দু দিল্লিতে তাই থাকছেননা তিনিও। তারপর এবার শিশির অধিকারীরও মমতার সভায় না থাকার কথা শুনে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে ঘোর জল্পনা। খোদ শুভেন্দু গড়ে সভা অথচ অধিকারী বাড়ির প্রায় কেউই হয়তো থাকবেনা। ক্রমশ চড়ছে বঙ্গ রাজনীতির পারদ।
Be the first to comment