আমাদের পরিবারকে যে ভাবে তাড়ানো হয়েছে, তা ইতিহাসে লেখা থাকবে ৷ এগরায় অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিয়ে এ কথা বললেন শিশির অধিকারী ৷ বেশ কয়েকদিন ধরে চলা জল্পনায় ইতি ঘটিয়ে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় গেরুয়া শিবিরে নাম লেখালেন তিনি ৷
সেই সভা থেকেই তাঁর ঘোষণা, “অমিত শাহজির কাছে প্রার্থনা, বাংলাকে রক্ষা করুন ৷ আমাদের পরিবার আপনাদের সঙ্গে আছে ৷”
এ দিনের সভায় উপস্থিত থাকার জন্য তাঁর বাড়িতে গিয়ে তাঁকে আমন্ত্রণ জানিয়ে এসেছিল বিজেপি ৷ আগামী বুধবার কাঁথিতে নরেন্দ্র মোদির সভাতেও থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে ৷
পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে শিশির অধিকারীর সেজো ছেলে তথা হলদিয়ার তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীকেও ৷ বাবা ও ছেলেকে আমন্ত্রণ জানাতে শনিবার কাঁথির শান্তিকুঞ্জে যান কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মনসুখ মাণ্ডব্য । সেখানে অধিকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় তাঁর ৷ তখনই খবর মেলে যে, আজই শাহের সভাতে শিশির অধিকারী বিজেপি যোগ দিতে চলেছেন ৷
সেই জল্পনা সত্যি করে এ দিনের সভায় উপস্থিত হন শিশির অধিকারী ৷ বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন সম্মান বাঁচাতেই তিনি পদ্ম হাতে তুলে নিয়েছেন ৷ শিশিরের কথায়, “এই জেলার রাজনীতিতে সর্বত্রই আপনাদের সঙ্গে ছিলাম, এখনও আছি ৷ অনেক যুক্তি, তর্ক, বিতণ্ডা হয়েছে ৷ অত্যন্ত বেদনার সঙ্গে বলছি, ব্যথিত হৃদয়ে বলছি, আমাকে যে ভাবে তাড়ানো হয়েছে, যে ভাবে আমাদের পরিবারকে নিগৃহীত করার চেষ্টা করা হয়েছে, তা ইতিহাসে লেখা থাকবে ৷”
নেতাজি ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের মেদিনীপুর-যোগের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “৫২ সালে এগরায় প্রথম বিজেপি জয়লাভ করেছিল ৷ বিজেপি আবার ক্ষমতায় এলে বাংলার উন্নতি হবে ৷ ছেলেমেয়েদের চাকরি চাই ৷ ২০১০ সালে গভীর সমুদ্র বন্দর তৈরির পরিকল্পনা রাজ্য সরকারের কাছে দাখিল করেছিলাম, সেটা সরকার করতে দেয়নি ৷ আর এখন ভোটের সময় বলছে ওটা করবে ৷ তাই অমিত শাহকে বলব, বাংলাকে বাঁচান, বাংলাকে রক্ষা করুন ৷”
Be the first to comment