বাজেটে বাড়তে পারে কর ছাড়ের ঊর্ধ্বসীমা; ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

Spread the love

দেশে অর্থনীতির হাল ফেরাতে বাজেটে বাড়তে পারে কর ছাড়ের উর্ধ্বসীমা ৷ শনিবার এইচটি সামিটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কথায় মিলল এমনই ইঙ্গিত ৷ তিনি বলেন, আর্থিক বৃদ্ধিকে তরান্বিত করতে করছাড়ের উর্ধ্বসীমা সহ একাধিক পদক্ষেপের কথা ভাবছে কেন্দ্র ৷ সরকার কর্পোরেট কর কাটছাঁট করার পর থেকেই মধ্যবিত্তের আশা আয়করের উর্ধ্বসীমা খানিক বাড়িয়ে ব্যক্তিগত করের বোঝাও কমাবে কেন্দ্র ৷ বর্তমানে ৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও কর দিতে হয় না ৷

এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আরও বলেন, করব্যবস্থা আরও সহজ ও হয়রানিমুক্ত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে সরকার ৷ ভারতকে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রিয়েল এস্টেট, ইনস্যুরেন্স, পরিবেশ ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে ৷ এছাড়া আরও কর্মসংস্থান ও কর্মংসংস্থানের ক্ষেত্র তৈরি করাই কেন্দ্রের অন্যতম লক্ষ্য ৷

দ্বিতীয় ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার আরও নিম্নগামী ৷ বর্তমানে ৪.৫ শতাংশ ৷ ছয় বছর আগে দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে জিডিপি বৃদ্ধির হার নেমে গিয়েছিল ৪.৩ শতাংশে। অন্যদিকে, আর্থিক পূর্বাভাসে বৃদ্ধির হার কমালো আরবিআই। ৬.১ শতাংশ থেকে ৫ শতাংশে বৃদ্ধির হার নেমে যাবে বলে রিপোর্টে প্রকাশ রিজার্ভ ব্যাঙ্কের ৷ অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে লাগাতার আক্রমণ চালিয়ে বিরোধীদের দাবি, দেশে আর্থিক মন্দা নেমেছে ৷ আর্থিক পরিস্থিতি সামলাতে কেন্দ্র ও আরবিআই ব্যর্থ, কটাক্ষ চিদম্বরমের। ২০২০-২১ সালের জন্য আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগেই করছাড় নিয়ে শুরু জল্পনা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*