বুধবার দিল্লিতে আরএসএসের সভায় সঙ্ঘের প্রধান মোহন ভাগবত বলেছিলেন, অযোধ্যায় দ্রুত রামমন্দির নির্মাণের চেষ্টা করা উচিত। শুক্রবারই এই নিয়ে বিজেপির কড়া সমালোচনা করল তার একসময়কার জোটসঙ্গী শিবসেনা। শিবসেনার মুখপাত্র সামনার সম্পাদকীয়তে বলা হয়েছে, বিজেপির সভাপতি অমিত শাহ খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আগামী ৫০ বছর তাঁদের দল দেশ শাসন করবে। কিন্তু একবারও সংবিধানের ৩৭০ ধারা বাতিল অথবা রামমন্দির নির্মাণের কথা বলেন না। সঙ্ঘ প্রধানের ওই বক্তব্যের পর বিজেপির রামমন্দিরের ব্যাপারে সিরিয়াস হওয়া উচিত।
শিবসেনার মতে, রামমন্দির ইস্যুটি ভোটের সময় তোলা হয়। আরএসএস প্রধান রামমন্দির নিয়ে তাঁর দায়বদ্ধতার কথা জানিয়েছেন।কিন্তু রাজনীতিকদের মধ্যে কি সেই দায়বদ্ধতা আছে? তাদের প্রশ্ন, পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি আর সৈনিকদের মুণ্ড কাটাই কি ভারতের ভবিষ্যৎ?
আরএসএস প্রধান গোরক্ষার নামে মানুষকে পিটিয়ে মারার নিন্দা করেছিলেন। শিবসেনা কোনও দলের নাম না করে বলেছে, গোরক্ষকরা কাউকে পিটিয়ে মারলে কেউ কেউ খুশি হয়। কেননা তাতে হিন্দু ভোটের মেরুকরণ ঘটে ।
Be the first to comment