চিনের সঙ্গে মূর্তির টেক্কা, উচ্চতা বাড়ছে শিবাজীর

Spread the love

বিশেষ প্রতিনিধি,

বিশ্বের সবচেয়ে উচুঁ মূর্তি হিসেবে তৈরি করা হচ্ছে মহারাষ্ট্রের শিবাজী মূর্তিকে। মুম্বইয়ের উপকূলে নির্মাণ হতে চলা রাজা শিবাজীর মূর্তির উচ্চতা বৃদ্ধি করে ২১২ মিটার করা হয়েছে। ফলে এই নির্মাণ সম্পূর্ণ হলে এটিই বিশ্বের সবথেকে উঁচু মূর্তি হবে। এমনটাই জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

ফড়নবীশ জানান, ইতিমধ্যেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্র। আরব সাগরের নির্মাণস্থলে প্রাথমিক কাজ শুরু হয়েছে। চলতি বছরের মার্চ মাসে ২,৫০০ কোটি টাকা মূল্যের নির্মাণের বরাত দেওয়া হয় ‘লার্সেন অ্যান্ড টারবো’কে। গোটা প্রকল্পটির খরচ ধরা হয়েছে আনুমানিক ৩,৬০০ কোটি টাকা।

মঙ্গলবার ফড়নবীশ বলেন, চিনের স্প্রিং টেম্পলে বুদ্ধ মূর্তি ছিল ২০৮ মিটার উঁচু। শিবাজীর মূর্তি হওয়ার কথা ছিল ২১০ মিটার। কিন্তু, চিনা প্রশাসন বৌদ্ধমূর্তির পাদদেশে কিছু নির্মাণ কাজ করে তার উচ্চতা ২ মিটার বাড়িয়ে দেয়। তাই মহারাষ্ট্র সরকারও সিদ্ধান্ত নিয়েছে, শিবাজীর মূর্তির উচ্চতা ২ মিটার বাড়িয়ে দেওয়া হবে। এর জন্য নতুন নকশা তৈরি করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*