প্রয়াত ধর্মগুরু শিবকুমার স্বামী, ৩ দিনের শোক পালনের সিদ্ধান্ত কর্ণাটক সরকারের

Spread the love

দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন লিঙ্গায়েত ধর্মগুরু শিবকুমার স্বামী ৷ সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১১ বছর ৷ চিকিত্‍‌সকরা জানিয়েছেন, বয়ঃজনিত কারণেই মৃত্যু হয়েছে ধর্মগুরুর ৷ এদিন বেলা ১১টা ৪৪ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিঙ্গায়েত ধর্মগুরু ৷ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টেয় ধর্মগুরুর শেষযাত্রা সম্পন্ন হবে ৷

এদিকে শিবকুমার স্বামীর মৃত্যুর কারনে রাজ্যে তিন দিনের শোক ঘোষণা করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী ৷ এদিন শিবকুমার স্বামীর মৃত্যুর খবর পেয়েই সিদ্দাগঙ্গা মঠে চলে যান মুখ্যমন্ত্রী কুমারস্বামী ও উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বর ৷ কর্নাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী জানিয়েছেন, রাজ্য সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে ৷ একদিন রাজ্যের সব স্কুল, কলেজ ও সরকারি অফিস বন্ধ থাকবে ৷

প্রসঙ্গত, লিঙ্গায়েত ধর্মগুরুর শরীরে প্রোটিনের মাত্রা ও রক্তচাপ সোমবার সকাল থেকেই কমতে শুরু করেছিলো ৷ উল্লেখ্য, ২০০৭ সালে শিবকুমার স্বামীকে কর্নাটকের সর্বোচ্চ সম্মান কর্নাটক রত্নে ভূষিত করে কর্নাটক সরকার ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*