অনাস্থা ভোট প্রসঙ্গে এবার মুখ খুললেন শিবসেনা প্রধান, জোট ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে

Spread the love
শুক্রবারের অনাস্থা ভোট থেকে বিরত ছিল শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে । এবার নিজেদের অবস্থান আরও স্পষ্টভাবে জানিয়ে দিলেন তিনি । ঠাকরে জানিয়েছেন অতীতে বিজেপির প্রতি তাঁদের সম্পূর্ণ সমর্থন থাকলেও এবার তাঁরা সরাসরি বিজেপির বিরোধিতা করবেন । শুক্রবারেই শিবসেনার ১৮ জনক সাংসদ অনাস্থা ভোটে বিজেপিকে সমর্থন করেনি ও তারপর থেকেই বিজেপি-শিবসেনা জোট যে ভাঙনের পথেই তা একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে 
সংসদে রাহুল গান্ধির মোদিকে আলিঙ্গন করা নিয়ে চলছে একের পর এক বিতর্ক । কিন্তু গান্ধিকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে শিবসেনা । শিবসেনার প্রকাশিত সংবাদপত্র ‘সামনা’র প্রথম পাতায়ও দেখা গিয়েছে গান্ধির ছবি ও তার সাথে লেখা ‘তুমি আমাদের হৃদয় জিতে নিয়েছ’।
বিজেপি-শিবসেনা বিবাদ অনেকদিন থেকেই চলছে। কিন্তু শিবসেনার সদস্যরা অনেকেই মনে করছেন ঠাকরের এই অবস্থানের পরিবর্তনের ফলে চিড় খেতে পারে মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা জোট ।
শিবসেনার অন্য আরেক নেতা জানিয়েছেন,অনাস্থা ভোটের দিন ঠাকরেকে বেশ কয়েকবার ফোন করেছিলেন বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ কিন্তু তা সম্পূর্ণ অগ্রাহ্য করেছেন ঠাকরে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*