ভারতে আগুন জ্বলছে, বন্ধ হোক আইপিএলঃ শোয়েব আখতার

Spread the love

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। তার মধ্যেই চলছে আইপিএল। যা নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বললেন, ‘ভারত ও পাকিস্তান, দু দেশেরই ক্রিকেট বোর্ডের ভাবা উচিত এই পরিস্থিতিতে আইপিএল চালিয়ে যাওয়া বা পাকিস্তান প্রিমিয়ার লিগ চালু করা উচিত কি না। এখন সম্পূর্ণ খরচ করা উচিত বিপর্যস্ত মানুষের জন্য। আইপিএলের চেয়েও অক্সিজেন এখন অনেক বেশি জরুরি।’

আইপিএল বন্ধ করার ডাক দিয়েছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, ‘ভারতে এখন আগুন জ্বলছে। এই পরিস্থিতিতে আইপিএল বন্ধ করা উচিত। পাকিস্তানেও আগামী জুন মাসে পাকিস্তান সুপার লিগ টি-টোয়েন্টি হওয়ার কথা। সেই টুর্নামেন্টও পিছিয়ে দেওয়া উচিত।’

কয়েকদিন আগেই পাকিস্তানের সকলের কাছে ভারতের পাশে দাঁড়ানোর আবেদন করেছিলেন প্রাক্তন তারকা পেসার। বলেছিলেন, ‘ভীষণ কঠিন এক সময় চলছে। আসুন, পাকিস্তানের সকলে মিলে অর্থসাহায্য করুন। সেই অর্থ অক্সিজেন কেনার জন্য ভারতের হাতে তুলে দেব।’

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে উথালপাতাল ভারত। অথচ তার মধ্যেই চলছে আইপিএল। টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়ে দেশে ফিরে গিয়েছেন রাজস্থান রয়্যালসের অস্ট্রেলীয় ক্রিকেটার অ্যান্ড্রু টাই। দেশে ফিরেই বিস্ফোরণ ঘটালেন তিনি। অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে টাই বললেন, ‘যে দেশে করোনা সংক্রমণের এত বাড়বাড়ন্ত, মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সুযোগ পাচ্ছেন না, সেখানে ভারতীয় সরকার এবং ফ্র্যাঞ্চাইজিগুলি এত টাকা খরচ করে আইপিএল করছে কীভাবে!’

টাইয়ের মতোই আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন অস্ট্রেলিয়ারই অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন, ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। টাই জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বহু সতীর্থের ফোন পেয়েছেন। অনেকেই জানতে চেয়েছেন, তিনি কীভাবে, কোন পথে দেশে ফিরলেন। তাঁর দাবি, করোনা আবহে যে ক্রিকেটাররাও কতটা ভীত, এই ঘটনা তারই প্রমাণ দেয়। ভারতীয় তারকাদের মধ্যে আইপিএল থেকে সাময়িকভাবে সরে দাঁড়িয়েছেন আর অশ্বিনও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*