আম্বেদকর মন্তব্যে ‘শকড’, বড়দিনের মঞ্চ থেকে ‘শাহ’কে নিশানা করে বললেন মমতা

Spread the love

রোজদিন ডেস্ক :-  বিআর আম্বেদকর ইস্যুতে একদিকে উত্তাল সংসদ ভবন। আর ঠিক সেই সময় বড়দিনের উৎসবের মঞ্চ থেকে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংবিধান রচয়িতাকে নিয়ে করা মন্তব্যে তিনি ‘শকড’ বলে জানালেন।

বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে এবারের বড়দিনের উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই সর্বধর্ম সমন্বয় এবং ধর্মাচারণের স্বাধীনতার প্রসঙ্গে সংবিধানের অন্যতম রচয়িতা বাবাসাহেব আম্বেদকর ইস্যু টেনে আনেন তিনি। মমতা বলেন, “বিআর আম্বেদকরকে নিয়ে করা মন্তব্যে আমি ‘শকড’! এর আগে আমি স্তম্ভিত হয়েছিলাম এটা জেনে, যে ২৫ ডিসেম্বর দিনটি আগে জাতীয় ছুটি ছিল, তা কেন্দ্রীয় সরকার পুরোপুরি বাতিল করে দিয়েছে। কিন্তু, আমরা সেটা কখনোই করব না। আমাদের রাজ্যে ছুটির বহাল থাকবে। কারণ, আমরা চাই সবাই এই দিনটিতে আনন্দ করুক।”
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় শা বলেছিলেন, ‘এখন একটা ফ্যাশন হয়েছে, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর… এত বার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গলাভ হত।’  যদিও পরে তিনি জানিয়েছেন, তাঁর মন্তব্য বিকৃত করা হয়েছে।
প্রসঙ্গত, এ দিন পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে ২০২৪ সালের বড়দিনের উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূচনা লগ্নে মঞ্চে ছিলেন আর্চ বিশপ টমাস ডিসুজা এবং কলকাতার বিশপ পরিতোষ ক্যানিং। মুখ্যমন্ত্রীকে দেখা যায় খুদেদের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হতে। তাঁর সঙ্গে ছিলেন, রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। পাশাপাশি, মুখ্যসচিব মনোজ পন্থ, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ মালা রায়-সহ অন্যান্যরা।
১৯ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত কলকাতার পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসব চলবে। আর ৩১ ডিসেম্বর থেকে শহরবাসী মাতবেন ইংরেজি বর্ষবরণের উৎসবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*