
রোজদিন ডেস্ক, কলকাতা:- বেলঘরিয়া এক্সপ্রেস এর ধারে মিলল এক যুবকের দেহ। বুধবার ভোরে রাজীব নগর এলাকায় এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। জানা গিয়েছে, মৃতের নাম রেহান ওরফে এনায়েতুল্লাহ,বয়স ২৭। তিনি কামারহাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবযানী মুখোপাধ্যায়ের ছায়াসঙ্গী বলে জানা গিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সকালে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে রাজীব নগরে ফাঁকা জমির মধ্যে এক যুবককে পড়ে থাকতে দেখেন তাঁরা। কাছে গিয়ে তাঁরা দেখেন গুলিবিদ্ধ হয়ে পড়ে রয়েছেন রেহান নামে স্থানীয় এক যুবক। এর পরে খবর যায় পুলিশে। পুলিশ এসে দেহ উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। যুবকের মাথায় গুলি করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যুবকের ঘাড়ে গুলি করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত শত্রুতা থেকে গুলি চালানো হয়ে থাকতে পারে।
Be the first to comment