অবশেষে গ্রেফতার হলেন শ্রীকান্ত মোহতা। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে তাঁকে নিয়ে যান সিবিআই আধিকারিকরা। প্রায় আড়াই ঘণ্টা সওয়াল জবাবের পর এদিন প্রথমে তাঁকে আটক করা হয়। জানা গিয়েছে, সিবিআই যে সমস্ত নথি দেখতে চেয়েছিলো তা দেখাতে পারেন নি শ্রীকান্ত মোহতা। জানা গিয়েছে, একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন তিনি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার কসবায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর অফিসে হানা দেয় সিবিআই। কসবায় এসভিএফ-এর অফিসে এদিন পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। এদিন তাঁর কসবার অফিসে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা প্রায় আড়াই ঘণ্টা তল্লাশি চালান। জানা গিয়েছে, বারবার নোটিশ দেওয়ার পরেও হাজিরা দেননি শ্রীকান্ত। এরপরই বৃহস্পতিবার তাঁর অফিসে হানা দেন সিবিআই আধিকারিকরা।
প্রসঙ্গত, এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তেও এই চলচ্চিত্র প্রযোজকের নাম উঠেছিল। রোজভ্যালি নিয়ে সিবিআই তদন্তের সময়ে ইডি যে তাঁদের তদন্ত রিপোর্ট দিয়েছিল সিবিআইকে, সেখানে শ্রীকান্তের নাম উল্লেখ করা হয়েছিল।
Be the first to comment