‘শুভেন্দু এক নম্বরের ড্রামাবাজ লোক, সত্যিই মার খেলে খুশি হতাম’, শুভেন্দুকে কটাক্ষ কল্যানের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে ধস বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে ‘রক্তাক্ত’ হন রাজ্যের বিরোধী দলনেতা। সেখানে তাঁকে পুলিশি হেনস্থা করা হয় বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দুর অভিযোগ উড়িয়ে দেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা আক্রমণ করে বলেন, “শুভেন্দু এক নম্বরের ড্রামাবাজ লোক, শুভেন্দু সত্যিই মার খেলে খুশি হতাম।”
মঙ্গলবার লোকসভার বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমুলের বর্ষিয়ান সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে কটাক্ষ করে বলেন, “সবসময় সিআইএসএফ ঘিরে থাকে, ওকে কে মারবে? শুভেন্দু এক নম্বরের ড্রামাবাজ লোক, শুভেন্দু সত্যিই মার খেলে খুশি হতাম।”
প্রসঙ্গত, সোমবার হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে ধস বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পাল্টা বিজেপির অভিযোগ, রক্তাক্ত হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর এই খবর পাওয়া মাত্রই অ্যাম্বুলেন্স নিয়ে বিধানসভায় পৌঁছান বিজেপি নেতা সজল ঘোষ।
শুভেন্দু দাবি করেন, “‌আমাকে রক্তাক্ত করেছে পুলিশ। এই রক্ত আমি গুছিয়ে রাখলাম। আমি কি বাড়ি থেকে ব্লেড দিয়ে হাত কেটে এসেছি? আপনি মারলেন কেন? সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারেন না। আপনি আটকাবেন কেন?”
উল্লেখ্য, সোমবার হাওড়ার বেলগাছিয়ায় বিরোধী দলনেতাকে পুলিশি হেনস্থার অভিযোগ ওঠে। একেই জলসঙ্কট, তারউপর আবর্জনা ধসে চরম ভোগান্তি এলাকাবাসীর। এলাকার অনেক বাড়িতে ফাটল ধরছে। ত্রিপল খাটিয়ে রয়েছেন দুর্গতরা। আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাঁদের দেখতে গিয়ে পুলিশি হেনস্থার শিকার হন বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। বেলগাছিয়ায় বিরোধী দলনেতাকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশের সঙ্গে বচসা বিজেপির প্রতিনিধি দলের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*