
রোজদিন ডেস্ক: ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদ জুড়ে বিশৃঙ্খলা! আর তা সামলাতে ব্যর্থ রাজ্য পুলিশ এই অভিযোগ এনে দ্রুত কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এহেন আবেদনের ভিত্তিতে জরুরি শুনানির আবেদন জানান তিনি। আর এরপরেই আজ শনিবারই বিকেল ৪.৩০ নাগাদ স্পেশাল বেঞ্চ বসছে কলকাতা হাইকোর্টে।
জানা জানাচ্ছে, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ বসছে। সেখানেই এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। ইতিমধ্যেই সবপক্ষের আইনজীবীরাই কলকাতা হাইকোর্টে পৌঁছে গিয়েছেন বলে খবর।
আদালত সূত্রে খবর, আবেদনে বিরোধী দলনেতা জানান, ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যের একাধিক এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি। আর তা সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী নামামো-সহ একগুচ্ছ দাবিতে কলকাতা হাইকোর্টে হস্তক্ষেপ চেয়েছেন শুভেন্দু অধিকারী। এখন দেখার আদালত এই বিষয়ে কি জানায় নির্দেশে।
Be the first to comment