সাংবাদিক নিগ্রহ হয়েছে অভিযোগ তুলে পুলিশের ভূমিকা, প্রেস ক্লাবের ভূমিকার সমালোচনা করলেন শুভেন্দু অধিকারী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মঙ্গলবার সকালে নিজের সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে দেখা যাচ্ছে, সৌরভ দত্ত নামের এক সাংবাদিকের কলার চেপে ধরেছেন একজন পুলিশ। কলকাতা পুলিশের এসিপি অভিজিৎ সমাদ্দার ওই সাংবাদিকের কলার চেপে ধরেছেন বলে দাবি করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
শুভেন্দু লেখেন, ‘সাংবাদিক নিগৃহীত, কলকাতা প্রেস ক্লাব শীত ঘুমে, সংবাদ সংস্থার বড় কর্তারা উদাসীন! গতকাল চাকরি চুরির বিরুদ্ধে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ‘কালীঘাট চলো’র ডাক দেওয়া হয়েছিল যেখানে যুব মোর্চার আন্দোলনকে ছত্রভঙ্গ করতে মমতা পুলিশ মিছিল থেকে আমাদের নেতা কর্মীদের সঙ্গে কি ভাবে দাগী অপরাধীদের মতো আচরণ করে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলেছে তা গোটা বাংলার মানুষ চাক্ষুষ দেখেছেন’।
তিনি আরো লেখেন, ‘গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যমও চটিচাটা দলদাস পুলিশের এই রোষ থেকে বাদ যায় নি। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে কলকাতা পুলিশের এসিপি অভিজিৎ সমাদ্দার কিভাবে পেছন থেকে টিভি ৯ বাংলার সাংবাদিক সৌরভ দত্তর কলার চেপে ধরেছেন। সৌরভ বাবুর মতো সাংবাদিকরা তাঁদের নিজেদের কাজটুকুই করছিলেন, খবর সংগ্রহ করার। সাংবাদিকরা এটাই করবেন, কারণ এটাই তাঁদের কাজ, কিন্তু দলদাস মমতা পুলিশ তাদের মালিকের বিরুদ্ধে নেতিবাচক খবরের সম্প্রচার আটকাতে সবরকম পন্থাই অবলম্বন করেছেন।সাংবাদিকদের সাথে পুলিশের এমন ঘৃণ্য আচরণের বিরুদ্ধে কলকাতা প্রেস ক্লাবের পক্ষ থেকে নিন্দা জানিয়ে কোনো বিবৃতি নেই। অবশ্য এটাই স্বাভাবিক কারণ উক্ত কর্ণধাররা ও উচ্চ পদস্থ তথাকথিত ‘সাংবাদিক’রা মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন ভ্রমণে সঙ্গী হয়ে উচ্ছিষ্ট গ্রহণ করার সুবর্ণ সুযোগের ঋণ মেটাতে ব্যস্ত। শুধু তাই নয়, তাঁবেদারি করার সময় দিগ্বিদিক্‌ জ্ঞান বিসর্জন দিয়ে উন্মাদের মতো ‘পিছনে’ হাঁটার প্রদর্শনীতে অংশগ্রহণ করে নিজেদের ভাঁড় প্রমাণ করতেও পিছপা হননি’।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*