স্বাস্থ্যে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে সরব শুভেন্দু, অভিযোগ অস্বীকার কুণালের

Spread the love

 

রোজদিন ডেস্ক:-

রাজ্যের স্বাস্থ্য বিভাগে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরজি কর হাসপাতালের ‘দুর্নীতি’ নিয়ে তদন্ত করছে সিবিআই। সেই মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তবে, দুর্নীতির শিকড় স্বাস্থ্য ভবন পর্যন্ত গিয়েছে বলে দাবি করলেন শুভেন্দু। তথ্য প্রমাণ থাকলে সেটা সিবিআইয়ের হাতে তুলে দিক, পাল্টা আক্রমণে তৃণমূল কংগ্রেসের।

শুভেন্দু বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করে বলেন, ‘স্বাস্থ্য ক্ষেত্রে ২০১২ সাল থেকে এই দুর্নীতি হয়ে আসছে। অনেক ফেক কোম্পানি তৈরি করা হয়েছে। তাদের টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে। পরে সেই কোম্পানগুলিকে অবলুপ্ত করে দেওয়া হয়েছে।’ তাঁর দাবি, ২০১৬ সাল থেকে রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণ করার নাম করে ‘হাজার হাজার কোটি’ টাকার টেন্ডার না করে একটি বিশেষ কোম্পানিকে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তৎকালীন হেলথ ইকুইপমেন্ট সার্ভিস কর্পোরেশনের চেয়ারম্যানকে কাঠগড়ায় তুলেছেন শুভেন্দু। এ নিয়ে তাঁর কাছে একাধিক তথ্য প্রমাণ রয়েছে বলেও দাবি করেন শুভেন্দু। শুভেন্দু বলেন, ‘আমরা চাই ইডি প্রত্যেকটা টেন্ডার, জাতীয় স্বাস্থ্য কমিশনের টাকা, পিএম কেয়ার করোনা ফান্ডের টাকা সমস্ত কিছু যাচাই করে দেখুক।’ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে দুনীতির অভিযোগ উঠেছে। শুভেন্দু দাবি করেন, ‘এই ক্ষেত্রেও টেন্ডার না করে স্বাস্থ্য দপ্তর কাজের বরাত পাইয়ে দিয়েছে।’ এর পাশাপাশি, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে একাধিক দুর্নীতি হয়েছে বলেও দাবি করেন শুভেন্দু।
তবে, শুভেন্দু অধিকারীর এই দাবিগুলি নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ জানান, তাঁর কাছে যদি তথ্য প্রমাণ থাকে, তাহলে সেগুলি সিবিআইয়ের হাতে তুলে দিক। এই ধরনের অভিযোেগ তুলে আদতে ‘বাজার গরম’ করা হচ্ছে বলে দাবি করেন কুণাল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*