
রোজদিন ডেস্ক, কলকাতা:- চাকরি হারাদের বিচার দিতে এবং মুর্শিদাবাদে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আজ বিজেপির মিছিল। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল হয়। এই মিছিলের নেতৃত্বে আছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার। এই মিছিলের পূর্বে আজ এক মঞ্চে তাদের একসাথে দেখা যায়।
এই মিছিল ও সভার প্রধান উদ্দেশ্যই হল সুপ্রিম নির্দেশে যে সমস্ত চাকরিহারা শিক্ষক ও শিক্ষা কর্মী দের চাকরি গেছে তাদের প্রতি ন্যায় বিচার করা ও যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া। এবং ওয়াকফ আইনের কার্যকারিতার বিরুদ্ধে মুর্শিদাবাদের যে দাঙ্গা শুরু হয়েছে, হিন্দুদের প্রতি যে অবিচার হচ্ছে সেখানে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা। বিজেপির মতে রাজ্য সরকারের এই তোষণনীতি বন্ধ করতে হবে।
Be the first to comment