বিধানসভার বাইরে পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিশোধের ডাক শুভেন্দুর

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভার গেটে পাকিস্তানের জাতীয় পতাকা পোড়ালেন বিজেপি বিধায়করা।
নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমরা এর বদলা চাই। ২৬ এর বদলে ২৬০ টা মুন্ডু চাই।”
অতীতের সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, মোদি যেখানে আছে সব সম্ভব।

প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগাঁওতে শুধু ধরে ধরে হিন্দুদের হত্যা করা হয়েছে।যেখানে ২৬ জন পর্যটক মারা গেছেন।এই হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড় গোটা দেশ। হিন্দুদের উপর এই আক্রমণ নামিয়ে আনা হয়েছে অভিযোগ তুলে তা নিয়ে ফুঁসে উঠেছেন শুভেন্দু অধিকারী। মৃত বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারীর স্ত্রীকে তিনি কথা দিয়েছেন, এটার বিচার হবেই। তাঁর ছোট্ট ছেলের পড়াশোনার দায়িত্বও নিয়েছেন।
বিজেপি বিধায়করা বৃহস্পতিবার বিধানসভার গেটে পাকিস্তানের পতাকা পোড়ান। বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, ‘‌মোদী হ্যায় তো মুমকিন হ্যায়! ভরসা রাখুন। গাজার মতো পাকিস্তানকে ধুলিস্মাৎ করতে হবে। এবারেও ওদের ভিতরে ঢুকে সাইজ করে আসবে ভারতীয় সেনাবাহিনী।’‌

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*