আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন প্রাক্তন পরিবহণমন্ত্রী এবং CITU নেতা শ্যামল চক্রবর্তী। তিনি কোরোনায় আক্রান্ত। ৩০ জুলাই তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে ক্রমশ তাঁর অবস্থার অবনতি হতে থাকে। শুক্রবার রাত থেকেই তাঁর অবস্থা আরও আশঙ্কাজনক। ৭৮ বছর বয়স তাঁর। এই বয়সে তিনি কতটা চিকিৎসায় সাড়া দেবেন, তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন চিকিৎসকরা।
গত শনিবার থেকে ঘনঘন শরীরের তাপমাত্রা বাড়ছিল। সেই সঙ্গে কিডনির সমস্যা বেড়ে যায় শ্যামল চক্রবর্তীর। প্রস্রাবও অনিয়মিত হচ্ছিল। এছাড়া স্পন্ডেলাইসিসের সমস্যা রয়েছে দীর্ঘদিনের। গত রবিবার চিকিৎসকেরা জানতে পারেন, তাঁর নিউমোনিয়া হয়েছে। COPD সমস্যা থাকায় অতীতেও বেশ কয়েকবার নার্সিংহোমে তাঁকে ভর্তি হতে হয়েছে। এরপর ৩০ জুলাই কোরোনায় আক্রান্ত হওয়ার পর, জটিলতা আরও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসকেরা আরও জানিয়েছেন, তাঁর ফুসফুসের অবস্থা ভালো নেই। কোরোনার চিকিৎসার পাশাপাশি COPD এবং মূত্রাশয়ের চিকিৎসাও চলছে।
দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র , বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব নিয়মিত শ্যামল চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। অন্যদিকে , CPI(M)-র রাজ্য দপ্তরের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জেলা সহ রাজ্যের অন্যান্য নেতারা প্রয়োজনে টেলিফোনের মাধ্যমে বামফ্রন্ট চেয়ারম্যান এবং CPI(M) রাজ্য সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করবেন। মুজাফফর আহমেদ ভবনে কারও এখন আসার দরকার নেই।
শুক্রবার রাত থেকেই শ্যামল চক্রবর্তীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উদ্বিগ্ন CPI(M) রাজ্য নেতৃত্ব।
Be the first to comment