ইতিমধ্যেই ১৪ জন বিধায়ক ইস্তফা দিয়েছেন। আর তার জেরেই চরম সংকটের মুখে পড়েছে কর্ণাটকের কংগ্রেস-জেডিএস জোট সরকার। এই সমস্যার সমাধান করতেই ৯ জুলাই কর্নাটক কংগ্রেসের পরিষদীয় বৈঠকের ডাক দেওয়া হলো। পরিষদীয় বৈঠকে সকল বিধায়ককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে হাজিরা নিশ্চিত করতে হুইপ জারি করেছে হাইকমান্ড।
জানা গিয়েছে, এই পরিষদীয় বৈঠকের নেতৃত্বে থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। রবিবার ট্যুইট করে কর্ণাটকের কংগ্রেস মন্ত্রীদের সতর্ক করেছেন সিদ্দারামাইয়া। উল্লেখ্য, জোট সরকার বা মুখ্যমন্ত্রী কুমারস্বামীর বিরুদ্ধে কোনও অনভিপ্রেত কথা না বলার নির্দেশ দিয়েছেন তিনি।
Be the first to comment