বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও জনতা দল-সেকুলারের রাজ্য সভাপতি এইচ ডি কুমারস্বামী। শনিবার চামুণ্ডেশ্বরী কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেন সিদ্দারামাইয়া। এদিকে কুমারস্বামী মনোনয়ন জমা দিলেন চান্নাপটনা ও রামানগরা কেন্দ্র থেকে।
উল্লেখ্য, মনোনয়ন জমা দেওয়ার আগে শুক্রবার ছেলে যতীন্দ্রকে নিয়ে মাইসুরুর চামুণ্ডেশ্বরী মন্দিরে পুজো দিতে যান সিদ্দারামাইয়া। চামুণ্ডেশ্বরী কেন্দ্র থেকে সাত বার প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচ বার জয়ী হয়েছেন। চামুণ্ডেশ্বরীতে প্রার্থী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেগৌড়ার ছেলে কুমারস্বামী। তাই কর্নাটক বিধানসভা নির্বাচনে সবার নজর এই কেন্দ্রেই। এবার প্রথম নির্বাচনী লড়াইয়ে নামছেন সিদ্দারামাইয়ার ছেলে যতীন্দ্র।
প্রসংত, ২০০৬ সালের অগাস্টে কংগ্রেসে যোগ দেন সিদ্দারামাইয়া। নির্বাচনী বিধি মেনে সিদ্দারামাইয়া জানিয়েছেন তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২০.৩ কোটি টাকা। নগদ, ব্যাঙ্ক ডিপোজিট ও অন্য সেভিংসের মোট পরিমাণ ৩.৯০ কোটি টাকা। স্থাবর সম্পত্তির পরিমাণ ৭.৩০ কোটি টাকা।
কুমারস্বামীর ঘোষিত সম্পত্তির পরিমাণ ১৬৭.১২ কোটি টাকারও বেশি। এর মধ্যে স্ত্রী অনিতার সম্পত্তিও রয়েছে। কুমারস্বামীর নগদ ও ব্যাঙ্ক ডিপোজ়িটের পরিমাণ ৩৫ কোটি টাকারও বেশি। নগদ, সোনা ও ব্যাঙ্ক ডিপোজ়িট মিলিয়ে তাঁর স্ত্রীর সম্পত্তির পরিমাণ ৯৪ কোটি টাকারও বেশি। স্থাবর সম্পত্তির পরিমাণ ৩০ কোটি টাকা।
কর্নাটকের ২২৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ ১২ মে। ভোট গণনা হবে ১৫ মে। তার আগে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৪ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৭ এপ্রিল।
Be the first to comment