এ যেন টি টোয়েন্টিতে ক্রিস গেইল কিংবা ম্যাককালামের ইনিংস। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু খেলা ছেড়ে দেওয়ার অনেক পরে আন্তর্জাতিক ক্রিকেটে এই ফরম্যাট চালু হলেও রাজনীতির বাইশ গজে যেন সেই স্টাইলেই ব্যাট করছেন সিধু। এ বার রাজস্থানের ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর বাবার কাল্পনিক কথোপকথন উদ্ধৃত করে সুপার হিট করে দিলেন নিজের বক্তৃতাকে।
পাঁচ রাজ্যের ভোট প্রচারে কংগ্রেসের হিট বক্তাদের তালিকায় তিনি। ছত্তীসগড়, মধ্যপ্রদেশে একাধিক জনসভা করার পর আপাতত সিধু এসেছিলেন রাজস্থানে। প্রধানমন্ত্রী এখন প্রায় সব জনসভা থেকেই সঙ্ঘের প্রচারক হিসেবে তাঁর বিভিন্ন জায়গায় যাওয়ার অভিজ্ঞতার কথা বলছেন। নিজের বক্তৃতায় প্রধানমন্ত্রীর গলা ও ভঙ্গি নকল করেই সিধু বলেন, “জাপানের সঙ্গেও আমার ছোটবেলা থেকে পরিচয়। বাবা বলতেন, ‘বাল নরেন্দ্র, যা পান নিয়ে আয়।’ তখন থেকেই জাপানের প্রতি আমার ভালবাসা।”
কংগ্রেস প্রার্থীর সমর্থনে ওই জনসভা থেকে পাঞ্জাবের মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার সিধু বলেন, “এ ভাবেই মিথ্যে ভাষণ দেন আমাদের প্রধানমন্ত্রী। আপনারাই বলুন ব্যাঙ্কে দু’লাখ টাকা ঢুকেছে? বুলেট ট্রেন এসেছে? গঙ্গা পরিষ্কার হয়েছে? দু’কোটি কর্মসংস্থান হয়েছে? তাহলে দিয়েছেটা কী? বাবাজিকা ঠুল্লু?”
চলতি সপ্তাহেই মধ্যপ্রদেশের একটি জনসভার ছবি টুইট করে মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানকে তীব্র কটাক্ষ করেছিলেন সিধু। বলেছিলেন, “রাফায়েল আসবে ফ্রান্স থেকে, বুলেট ট্রেন আসবে জাপান থেকে, চিন থেকে আসবে বল্লভভাই পটেলের মূর্তি। তাহলে মেক ইন ইন্ডিয়া কি শুধুই পকোড়া ভাজা?”
ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর যাওয়া এবং পাক সেনা প্রধানের সঙ্গে সিধুর আলিঙ্গন নিয়ে কম বিতর্ক হয়নি। তাতে খানিক ধুয়ো দিয়েছিল গেরুয়া বাহিনীও। কিন্তু সিধু যে ভাবে মাইক হাতে ব্যাট করা শুরু করেছেন উনিশের রিহার্সাল ভোটে, তা দেখে অনেকেই বলছেন, টিম কংগ্রেসের ব্যাটিং অর্ডারে সিধুই এখন টপ রান গেটার।
Be the first to comment