সিধু শান্তির দূত। ভারতে যাঁরা তাঁর সমালোচনা করছেন, তাঁরা শান্তি চান না। পাকিস্তানের সেনাপ্রধানকে আলিঙ্গন করে ভারতে যখন তীব্র সমালোচনার মুখে পড়েছেন পঞ্জাবের মন্ত্রী নভজোৎ সিং সিধু, তখন ঠিক এভাবেই বন্ধুর পাশে দাঁড়ালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
টুইটারে ইমরান লিখেছেন, আমার শপথে আসার জন্য সিধুকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি শান্তির দূত। পাকিস্তানের মানুষও তাঁর প্রতি অনেক ভালোবাসা দেখিয়েছেন। যাঁরা তাঁর সমালোচনা করছেন, তাঁরা উপমহাদেশে শান্তি স্থাপনে সহায়তা করছেন না। শান্তি ছাড়া মানুষের উন্নতি হবে না।
এর পরে ইমরান তুলেছেন কাশ্মীর প্রসঙ্গ। তাঁর কথায়, ভারত ও পাকিস্তানকে আলোচনার মাধ্যমে কাশ্মীর ও অন্যান্য বিরোধ মিটিয়ে নিতে হবে। এই উপমহাদেশে মানুষের দারিদ্র দূর করার একমাত্র উপায় হল আলোচনার মাধ্যমে বিরোধ মিটিয়ে নেওয়া এবং বাণিজ্য শুরু করা।
Be the first to comment