মালয়েশিয়া মন্ত্রিসভায় ভারতীয় বংশোদ্ভুত শিখ মন্ত্রী

Spread the love

বিশেষ প্রতিনিধি, 

ভারতীয় বংশোদ্ভুত গুরু গোবিন্দ সিং দেও মালয়েশিয়া মন্ত্রিসভার অন্যতম সদস্য হিসেবে নির্বাচিত হলেন৷ এই প্রথম কোনও ভারতীয় শিখ সম্প্রদায়ভুক্ত ব্যক্তি মালয়েশিয়ায় মন্ত্রী হিসেবে সম্মান পেলেন৷ মালয়েশিয়া সংসদে পুচোং কেন্দ্র থেকে জিতে প্রতিনিধিত্ব করছেন দেও৷ তাঁর বাবা ছিলেন আইনজীবী ও রাজনীতিক কারপাল সিং ২০০৮ সালে প্রথম সংসদের সদস্য হন তিনি৷ ফের নিম্নকক্ষের জন্যও নির্বাচিত হন তিনি৷ এরপর ২০১৩ সালে ফের ক্ষমতায় আসেন গুরু গোবিন্দ৷ ৪৭৬৩৫টি ভোট বেশি পেয়ে জয় লাভ করেন তিনি৷

দেও মন্ত্রীত্ব লাভ করায় খুশি মালয়েশিয়ার পাঞ্জাবী সম্প্রদায়৷ তাঁরা দর্বিত এই খবরে বলে জানান সেই সম্প্রদায়ের এক মুখপাত্র৷ মালয়েশিয়ায় পাঞ্জাবিদের মুখ উজ্জ্বল করায় উৎসবের রেশ তাদের মধ্যে৷ মালয়েশিয়ায় কমপক্ষে লাখ খানেক শিখ বসবাস করেন৷ বছর পঁয়তাল্লিশের গুরু গোবিন্দ কমিউনিকেশন ও মাল্টিমিডিয়া মন্ত্রক সামলাবেন৷ মালয়েশিয়া জোট সরকারের আরেক মন্ত্রীও ভারতীয় বংশোদ্ভুত৷ ডেমোক্রেটিক অ্যাকশন পার্টির সদস্য এম কুলাসেগারান, মালয়েশিয়ার মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী৷

এরআগে, পাকাতান হারাপান জোট চেয়ারম্যান মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী পদে শপথ নেন৷ তখনই তিনি জানিয়েছিলেন, ছোট মন্ত্রিসভা গঠন করবেন৷ সেই মতো সাংবাদিক সম্মেলন করে ১০ জন মন্ত্রী নিয়োগ করার ইঙ্গিত দিয়েছিলেন৷

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*