বিজেপি প্রার্থী হয়ে লড়তে চান না শিখা মিত্র

Spread the love

প্রার্থী তালিকা নিয়ে ফের বিড়ম্বনায় পড়ল বিজেপি। একুশের বিধানসভা নির্বাচনে চৌরঙ্গি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে শিখা মিত্রকে। কোনও অনুমতি না নিয়েই তাঁর নাম ঘোষণা করা হয়েছে বলে দাবি করলেন সোমেন মিত্রের স্ত্রী। ‘আমি কোথাও থেকে ভোটে লড়ছি না’, সাফ জানিয়ে দিয়েছেন সোমেন-পত্নী।

তাঁর পুত্র রোহন মিত্রও জানিয়ে দেন, কোনও অনুমতি না নিয়েই তাঁর মায়ের নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা বিজেপি-তে যোগ দেননি বলেও দাবি করা হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই শিখা মিত্রের বাড়িতে গিয়েছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী। সেদিনই শিখাকে বিজেপিতে যোগদানের জন্য শুভেন্দু জোরাজুরি করেন বলে সংবাদমাধ্যমে দাবি করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির স্ত্রী।

সংবাদমাধ্যমে শিখা বলেন, ‘শুভেন্দু বলেছে, কাকিমা আপনাকে বিজেপিতে যোগ দিতেই হবে।’ এররপরই তিনি জানিয়েছিলেন, বিজেপিতে যোগদানের বিষয়ে কোনও সিদ্ধান্ত তিনি নেননি। তিনি যে ঘরানার রাজনীতিতে বিশ্বাস করেন, তা বিজেপির রাজনীতির সঙ্গে যায় না বলেও মন্তব্য করেন তিনি।

শিখাদেবী এও জানান যে, প্রদেশ কংগ্রেস নেতৃত্বে তাঁর কিছু অসন্তোষ রয়েছে এবং তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে চান।

এদিন দিল্লিতে বাংলার নির্বাচনে ১৪৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। চৌরঙ্গি থেকে শিখাদেবীর নাম ঘোষণা হতেই জোর চর্চা শুরু হয়। আর এরপরই নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন সোমেন মিত্রের স্ত্রী। উল্লেখ্য, এবার ভোটে লড়ছেন মুকুল রায়। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে ভোটে লড়বেন মুকুল রায়। ভোটে লড়ছেন রাহুল সিনহা, শমীক ভট্টাচার্যরাও। প্রার্থী তালিকায় রয়েছে তারকা চমকও। ভোটে লড়ছেন রুদ্রনীল ঘোষ, পার্নো মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্রে পদ্ম প্রতীকে লড়বেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। আসানসোল দক্ষিণে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষের বিপরীতে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*