সোশাল সাইটে এক কিশোরীর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে তাতে তারই অশ্লীল ছবি পোস্টের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় যুবককে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম থানা। একইসঙ্গে ওই যুবকের মোবাইল ও বেশকিছু সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। গতকাল তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে জামিন খারিজ করে জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতের নাম অমরজিৎ সিং। সে শিলিগুড়ির ভানুনগর এলাকার বাসিন্দা। সোমবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সাইবার ক্রাইম থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ২০ জুলাই ওই যুবক অন্য দেশের একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে অনলাইন হয়। এরপর ওই ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে ভক্তিনগরের বাসিন্দা ওই কিশোরীর মুখ অন্য ছবিতে বসিয়ে একাধিক অশ্লীল ছবি পাঠায়। এছাড়াও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই কিশোরীকে হুমকি মেসেজ পাঠিয়ে ব্ল্যাকমেল করে। এরপরই ওই কিশোরী সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করে।
অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের শুরুতে পুলিশ জানতে পারে সোশাল মিডিয়ায় যে নম্বরটি ব্যবহার হচ্ছিল সেটি অন্য দেশের একটি নম্বর। এবং সেই নম্বরটি চালানো হচ্ছিল শিলিগুড়ি থেকে। এরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
Be the first to comment