ভক্তিনগর থানায় বিক্ষোভ দেখালো বিজেপি মহিলা মোর্চা

Spread the love
সালিশি সভা ডেকে প্রহৃত হলেন BJP নেতা দীনমোহন বর্মণ। শুধু তাই নয়, এবিষয়ে থানায় অভিযোগ জানাতে গেলে তাঁকেই গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে BJP মহিলা মোর্চার পক্ষ থেকে ভক্তিনগর থানায় বিক্ষোভ জানানো হয়।
ঘটনাটি শিলিগুড়ির উত্তর সমরনগরের বৌবাজার এলাকার। অভিযোগ, স্থানীয় এক কিশোরীকে প্রতিবেশী যুবক সুকান্ত রায় দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল। ওই কিশোরীকে বারবার প্রেমের প্রস্তাবও দিয়েছিল। কিন্তু, সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ওই যুবক প্রায়ই কিশোরীটিকে হুমকি দিত বলে অভিযোগ। কখন মেরে পা ভেঙে দেওয়া তো কখনও অ্যাসিড হামলার কথা বলত। এর জেরে স্কুল যাওয়াও বন্ধ করে দিয়েছিল ওই কিশোরী।
বুধবার সকালে এবিষয়ে স্থানীয় BJP নেতা দীনমোহন বর্মণের কাছে অভিযোগ করেন ওই কিশোরীর মা। এরপর ওইদিন রাতে সালিশি সভার মাধ্যমে ওই যুবককে বুঝিয়ে বিষয়টি মিটিয়ে নিতে সচেষ্ট হন দীনমোহন বর্মণ। কিন্তু, ওই সভার সময় দীনমোহনবাবুর ওপর কয়েকজন মদ্যপ যুবককে নিয়ে এসে অভিযুক্ত হামলা করে বলে অভিযোগ মহিলা মোর্চার।
মহিলা মোর্চার সভানেত্রী মাধবী মুখার্জি বলেন, “দীনমোহন বর্মণ শুধু বোঝাতে চেয়েছিলেন। এতেই তাঁকে মারধর করা হয়।” এই ঘটনায় তৃণমূলের মদত রয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। তাঁর আরও অভিযোগ, দীনমোহন বর্মণ অসুস্থ অবস্থায় ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে উলটে পুলিশ তাঁকেই গ্রেপ্তার করে। যারা মারধর করল তাদের ধরল না পুলিশ।
যদিও বিষয়টিকে মিথ্যে অভিযোগ বলে উড়িয়ে দিয়ে কোনও মন্তব্য করতে চায়নি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে ভক্তিনগর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার দিন দীনমোহন বর্মণের বিরুদ্ধে মারধরের ঘটনায় জড়িত থাকার লিখিত অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*