বিজেপি কর্মীর মৃত্য়ুর তদন্তভার সিআইডিকে, ফের ময়নাতদন্তের দাবি বিজেপির

Spread the love

বিজেপি যুবমোর্চার উত্তরকন্য়া অভিযানে নিহত উলেন রায়ের মৃত্য়ুর ঘটনায় বিবৃতি প্রকাশ করল রাজ্য় পুলিশ ৷ সেখানে পুলিশের তরফে ছররার গুলি চালানো হয়নি বলে জানানো হয়েছে ৷

প্রসঙ্গত, বিজেপি কর্মী উলেন রায়ের দেহে শটগান আঘাতে মৃত্য়ুর কথা উল্লেখ করা হয়েছে ৷ এই ঘটনায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনেছে রাজ্য় পুলিশ ৷ ঘটনায় রাজ্য়ের গোয়েন্দা বিভাগ সিআইডিকে তদন্ত ভার দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ৷

অন্য়দিকে, বিজেপির তরফে সায়ন্তন বসু অভিযোগ করেছেন, পুলিশই গুলি চালিয়েছিল ৷ তার প্রমাণ তাঁদের কাছে আছে বলে দাবি করেছেন সায়ন্তন বসু ৷ তাঁর অভিযোগ পুলিশ মিথ্য়ে কথা বলছে ৷ প্রয়োজনে আইন ব্য়বস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা ৷ বিজেপির তরফে পুনরায় ময়নাতদন্তের দাবি জানিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিঠি দেওয়া হয়েছে ৷ ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফির দাবিও করেছে বিজেপি ৷

সোমবার উত্তরকন্য়া অভিযানে বিজেপি কর্মীর অস্বাভাবিকভাবে মৃত্য়ু নিয়ে এবার সরগরম রাজ্য় রাজনীতি ৷ ইতিমধ্য়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ ৷ আর এসবের মাঝেই, বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্য়ু নিয়ে বিবৃতি দিল রাজ্য় পুলিশ ৷ সেখানে প্রশাসনের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ‘শট গানের আঘাতে’ মৃত্য়ু হয়েছে ৷

তবে, পুলিশ প্রশাসন শট গান ব্য়বহার করে না ৷ এতে স্পষ্ট যে গতকালের প্রতিবাদের সময় সশস্ত্র ব্য়ক্তিদের আনা হয়েছিল ৷ তারাই আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়েছে ৷ পুলিশের তরফে আরও বলা হয়েছে, মৃত ব্য়ক্তির কাছেই দাঁড়িয়ে থাকা কারও শটগানের গুলির প্য়ালেট ওই নিহত ব্য়ক্তির শরীরে লেগে এই দুর্ঘটনা ঘটেছে ৷ এই ঘটনাকে নজিরবিহীন বলে রাজ্য় পুলিশের তরফে জানানো হয়েছে ৷ দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়ে, রাজ্য় পুলিশের তরফে তদন্তভার সিআইডিকে দেওয়া হয়েছে ৷ তদন্তভার হাতে পেয়ে সিআইডির তরফে সিট গঠন করা হয়েছে ৷

অন্য়দিকে, বিতর্ক এড়াতে গতরাতেই জেলাশাসকের নির্দেশে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত বিজেপি কর্মী উলেন রায়ের দেহ ময়নাতদন্ত করা হয় পুলিশের ব্যবস্থাপনায়। পরিবারের উপস্থিতিতে হয় ময়নাতদন্ত। ময়নাতদন্তের পর পুলিশ রাতে দেহ দাহ করার জন্য পরিবারের কাছে আবেদন জানায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*