ডাক্তার সৃজন সিংহ। নামের পাশে লেখা MBBS। এই ভাবেই রমরমিয়ে ব্যবসা করছিল শিলিগুড়ির ফাঁসিদেওয়ার সৃজন। কিন্তু, ঝুলি থেকে বেরিয়ে পড়ল বেড়াল। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ফাঁসিদেওয়া থানার পুলিশ জানতে পারল MBBS নয়, আদতে উচ্চমাধ্যমিক পাস ওই ব্যক্তি। এরপরই সৃজনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক। এখন তার ঠাঁই হয়েছে শ্রীঘরে।
শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া এলাকায় নিজের বাড়িতেই ক্লিনিক চালাচ্ছিল সৃজন। ক্লিনিকের নাম আপ্পু ক্লিনিক। নিজেকে বড় ডাক্তার পরিচয় দিয়ে ছাপিয়েছিল প্যাডও। সেখানে তার নামের নিচে লেখা ছিল জেনেরাল ফিজিসিয়ন।
কিন্তু, ডিগ্রিতে MBBS লেখা থাকলে কী হবে। সৃজনের চিকিৎসা পদ্ধতি নিয়ে সন্দেহ দানা বাঁধে স্থানীয়দের। তারাই ফাঁসিদেওয়া থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে গতকাল সৃজনের ক্লিনিকে হানা দেয় পুলিশ। গ্রেপ্তার করা হয় সৃজনকে। তার ক্লিনিকের সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃত সৃজন ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করেছিল। এরপর সে কলেজে ভরতি হয়। কিন্তু কলেজের গণ্ডি পেরোতে পারেনি। পরীক্ষায় ফল খারাপের হওয়ায় মাঝপথে পড়া বন্ধ করে দেয় সে। পরে বেসরকারি সংস্থা থেকে অলটারনেটিভ মেডিসিন কোর্স করে। তারপরই নিজের নামের সঙ্গে MBBS ডিগ্রি লাগিয়ে শুরু করে ব্যবসা।
Be the first to comment