রামনবমীর পর এবার শিলিগুড়িতে আয়োজিত হচ্ছে মহাদেবের কলস যাত্রা। ২৯ জুলাই হবে এই শোভাযাত্রা। ১০০৮ জন মহিলা কলস নিয়ে অংশগ্রহণ করবে এই শোভাযাত্রায়। চম্পাসারি থেকে চাঁদমণি অবধি হবে শোভাযাত্রা।
শিলিগুড়িতে মহাদেব কলস যাত্রার আয়োজন করছে গেরুয়া শিবির। BJP বা RSS-র বদলে মহাদেব কলস যাত্রা সমিতির ব্যানারে বড় করে এই অনুষ্ঠান হবে। শোভাযাত্রায় ১০০৮ জন মহিলা কলস নিয়ে অংশ নেবেন। চম্পাসারী থেকে চাদমণি অবধি এই কলসযাত্রা হবে। কলস যাত্রা শেষে দীপক দ্বিবেদী নামের একজন সাইকেলে বাবাধাম যাত্রা করবেন।
উদ্যোক্তাদের তরফে আদিত্য প্রসাদ সোনি জানান, ২৯ জুলাই এই শোভাযাত্রা হবে। ত্রিশুল নিয়ে শোভাযাত্রায় আসবেন শ্রদ্ধালুরা। দিনভর চলবে শিবপুজা। ওই দিনই পশুপথিনাথ থেকে আনা গঙ্গাজল বিলি করা হবে। রামের বদলে শিবকে সামনে রেখে নানা অনুষ্ঠান হবে।
Be the first to comment