মল্লিকার স্মৃতিতে শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে রাস্তার নামকরণ হয়েছে

Spread the love

দেহদান করে দৃষ্টান্ত রেখেছে বছর পনেরোর মল্লিকা মজুমদার। এজন্য মল্লিকার স্মৃতিতে শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে রাস্তার নামকরণ হয়েছে। পুরনিগমের এই উদ্যোগের পর পর্যটনমন্ত্রী গৌতম দেব গতকাল জানালেন, মল্লিকার নামে স্কুল খোলার একটি প্রস্তাব এসেছে। এনিয়ে ভাবনাচিন্তা চলছে৷

মঙ্গলবার শেষকৃত্য হয় শহরের সূর্য সেন কলোনির বাসিন্দা মল্লিকা মজুমদারের। গতকাল তার বাড়িতে যান গৌতম দেব। মল্লিকার পরিবারের হাতে কিছু টাকা তুলে দেন মন্ত্রী। মল্লিকার বাবার স্থায়ী উপার্জনের জন্য ডেড বডি ক্যারেজ ভ্যান চালানোর ব্যবস্থাও করা হয়েছে। মল্লিকার বাড়িতে গিয়ে স্থানীয়দের সাথেও কথা বলেন মন্ত্রী। সেই সময় স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে প্রস্তাব দেওয়া হয় যে, এলাকায় জমি পাওয়া গেলে মল্লিকার নামে একটি স্কুল খোলা যেত।

পরে সংবাদমাধ্যমকে মন্ত্রী বলেন, “খুবই সামান্য সাহায্য করা হল মল্লিকার পরিবারকে। দেহদানের মাধ্যমে মল্লিকা দৃষ্টান্ত গড়েছে। তার পরিবারের পাশে আমরা আছি। সবরকমভাবে তার পরিবারকে সাহায্য করব৷ মল্লিকার নামে একটু স্কুল খোলার প্রস্তাব এসেছে। সমস্ত কিছু খতিয়ে দেখে প্রস্তাবকারীদের সাথে পরে কথা বলব।”

প্রসঙ্গত, দিনকয়েক আগে ব্রেন ডেথ হয়ে মৃত্যু হয়েছিল মল্লিকার। এরপর মল্লিকার দেন দান করা হয়৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*