পঞ্চায়েতের আর্থিক দুর্নীতি রুখতে এবার ‘সহজ সরল’ হিসাব

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে। দুর্নীতি রুখতে এবং স্বচ্ছতা আনতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর নিয়ে আসছে এক অভিনব সফটওয়্যার – যার নাম ‘সহজ সরল’। ২০২৫-২৬ অর্থবর্ষ অর্থাৎ আগামী এক এপ্রিল থেকে এই নয়া ব্যবস্থা কার্যকর হবে।


এতদিন গ্রাম পঞ্চায়েত ‘জিপিএমএস’ এবং পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ ‘আইএফএমএস-সরল’ ব্যবহার করত। তবে, এই ব্যবস্থায় লেনদেনের তথ্য সময়মতো আপডেট হত না, ফলে দুর্নীতির সুযোগ থেকে যেত। এবার ‘সহজ সরল’-এর মাধ্যমে রিয়েল-টাইম লেনদেন নথিভুক্ত হবে। পেমেন্টের পাস থেকে শুরু করে ডেবিট ভাউচার, সবই থাকবে হাতের মুঠোয়।
এতদিন পঞ্চায়েতে পেমেন্টের পর হাতে লেখা রসিদ দেওয়া হত। এবার থেকে সিস্টেম থেকেই রসিদ তৈরি হবে, যা পেমেন্ট অ্যাকাউন্টে জমা হওয়ার সঙ্গে সঙ্গেই দফতরের কাছে পৌঁছে যাবে। জাতীয় অ্যাকাউন্টিং কোড মেনে তৈরি এই সফটওয়্যারে একটি মাত্র ভাউচার এন্ট্রির মাধ্যমে দৈনন্দিন হিসাবের কাজ সম্পন্ন হবে। অনলাইন ট্রেড লাইসেন্স, বিল্ডিং অনুমোদন, পর্যটন এবং সম্পদ ব্যবস্থাপনার মতো পোর্টালগুলোর সঙ্গেও এই সিস্টেম যুক্ত করা হবে, যাতে পেমেন্ট সরাসরি ক্যাশবুকে আপডেট হয়।
দফতরের সচিব জেলাশাসকদের ৭ এপ্রিলের মধ্যে ২০২৪-২৫ অর্থবর্ষের হিসাবের বই বন্ধ করার নির্দেশ দিয়েছেন। ২০২৫-২৬ অর্থবর্ষ থেকে ‘জিপিএমএস’ এবং ‘আইএফএমএস-সরল’-এ আর কোনও এন্ট্রি করা যাবে না। জেলা পরিষদের অতিরিক্ত নির্বাহী আধিকারিক, পঞ্চায়েত সমিতির নির্বাহী আধিকারিক এবং গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহকারী অ্যাডমিন হিসেবে কাজ করবেন এবং বিভিন্ন ব্যবহারকারীর ভূমিকা নির্ধারণ করবেন।
এই নয়া ব্যবস্থার মাধ্যমে পঞ্চায়েতের আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা আসবে, দুর্নীতি কমবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ‘সহজ সরল’ যেন সত্যিই সহজ এবং সরল হয়, সেই দিকেই এখন তাকিয়ে রাজ্যবাসী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*