পদত্যাগ করলেন কংগ্রেসের আর এক নেতা। এবার নাম লেখালেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। রবিবার সকালে কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দেন তিনি। উল্লেখ্য, লোকসভা ভোটে ফের শোচনীয় হারের দায় মাথায় নিয়ে ২৫ মে সভাপতির পদ ছেড়ে দিয়েছেন রাহুল গান্ধী ৷ তাঁকে ইস্তফা প্রত্যাহারের আবেদন নিবেদন এখনও চলছে ৷ তবে তিনি তাঁর সিদ্ধান্তে অনড় ৷ আর রাহুলকে দেখাদেখি দেশজুড়ে কংগ্রেসর অনেক নেতারা পদত্যাগ করছেন। যুব কংগ্রেস সভাপতি কেশবচাঁদ যাদবও পদত্যাগ করেছেন। লোকসভা ভোটে হারের দায় নিয়ে পদত্যাগ করেছেন তিনি।
পদ থেকে ইস্তফা দিলেও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া , হরিশ রাওয়াত, কমলনাথদের ইস্তফা পদ একমাত্র গৃহীত হবে যখন নতুন কংগ্রেস সভাপতি যোগ দেবেন।
Be the first to comment