এক বা দু’বার নয়, এই নিয়ে টানা তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন পি ভি সিন্ধু ৷ শনিবার সেমিফাইনালে চতুর্থ বাছাই চেন ইউকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন সিন্ধু। খেলার ফল ২১-৭, ২১-১৪ ৷ সেমিফাইনালের শুরু থেকেই দাপট দেখাতে থাকেন সিন্ধু ৷ ম্যাচ যত এগোতে থাকে তত জাঁকিয়ে বসতে থাকেন ভারতের ব্যাডমিন্টন কুইন ৷ প্রথম গেমের মাঝপথে ১১-৩ ব্যবধানে এগিয়ে ছিলেন সিন্ধু ৷ এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে ৷ ২১-৭ ব্যবধানে প্রথম গেম জেতেন তিনি ৷
তবে দ্বিতীয় গেমের শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন চেন ৷ হাড্ডাহাড্ডি লড়াই হয় ৷ এক সময় ৬-৫ ব্যবধানে এগিয়ে ছিলেন ভারতীয় তারকা ৷ মাঝপথে ১১-৭ পয়েন্টে এগিয়ে ছিলেন ৷ এরপর সিন্ধুকে আর আটকাতে পারেননি চেন ৷ শেষপর্যন্ত ২১-১৪ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে ফাইনালে ওঠেন হায়দ্রাবাদি তনয়া ৷
এই নিয়ে টানা তিনবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন সিন্ধু ৷ কিন্তু, গত দু’বার রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে ৷ তাই প্রতিপক্ষকে উড়িয়ে ফাইনালে উঠলেও সন্তুষ্ট নন তিনি ৷ বিশ্বচ্যাম্পিয়নশিপের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি খুশি হলেও সন্তুষ্ট নয় ৷ আরও একটা ম্যাচ বাকি ৷ আমি সোনা চাই ৷ কিন্তু, এটা সহজ নয় ৷ আমি নিজের উপর ফোকাস রাখতে চাই ৷ আগামীকাল ফিরে এসে নিজের সেরাটা উজাড় করে দিতে চাই ৷
Be the first to comment